ভারতীয় রাস্তায় Komaki Ranger ইলেকট্রিক গাড়ির আধিপত্য ধীরে ধীরে ও নিশ্চিতভাবে বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিভিন্ন কোম্পানি এই একই সেগমেন্টে তাদের প্রোডাক্ট লঞ্চ করা শুরু করেছে। বর্তমানে জনপ্রিয় ও শক্তিশালী ইলেকট্রিক মোটরসাইকেলগুলির মধ্যে একটি হল – Komaki Ranger। এটি Komaki ইলেকট্রিক ভেহিকেল ডিভিশন চালু করেছে।
Revolt RV400-কে টক্কর দিতে চলে এসেছে Komaki Ranger। এটি একটি ইলেকট্রিক ক্রুজার বাইক। এতে সুরক্ষার জন্য ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি। এছাড়া রয়েছে কম্বি ব্রেকিং সিস্টেম। এই বাইক সিঙ্গেল চার্জে 160 কিলোমিটার পথ যেতে পারে।
Komaki Ranger: রেঞ্জ
এই ইলেকট্রিক বাইকে 5 কিলোওয়াটের বিএলডিসি টেকনোলজির মোটর ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে Komaki Ranger প্রতি ঘণ্টায় 80 কিলোমিটার বেগে ছোটে। এতে শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। যা সম্পূর্ণ চার্জ হতে 4 ঘণ্টা থেকে 5 ঘণ্টা সময় নেয়। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 140 কিলোমিটার থেকে 180 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। তবে ইকো মোডে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেওয়ার ক্ষমতা রয়েছে। এই বাইকে ইলেকট্রিক স্টার্টের বিকল্প পেয়ে যাবেন।
Komaki Ranger: ফিচার্স
এই বাইকে কম্বি ব্রেকিং সিস্টেম রয়েছে। এছাড়া সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। এতে আপনারা চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। এর পাশাপাশি ক্রুজ কন্ট্রোল, এডজাস্টেবল উইন্ডশিল্ড, একাধিক রাইডিং মোড, পাওয়ার মোড, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার ইত্যাদি ফিচার রয়েছে। এতে আপনারা লো ব্যাটারি এলার্ট আর কল/মেসেজ নোটিফিকেশন পেয়ে যাবেন।
Komaki Ranger: লাইটিং
এই ইলেকট্রিক বাইকে এলইডি হেড লাইট, এলইডি টেইল লাইট, এলইডি টার্ন সিগন্যাল ল্যাম্প রয়েছে।
Komaki Ranger: দাম
Komaki Ranger-এর এক্স শোরুম দাম 1 লাখ 85 হাজার টাকা। 6 হাজার 522 টাকার ইন্সুরেন্স মিলিয়ে এই ইলেকট্রিক বাইকের অন রোড দাম পড়বে 1 লাখ 92 হাজার 27 টাকা। তবে রাজ্য আর শহর বিশেষে অন রোড দাম ভিন্ন হতে পারে।
কীভাবে 19,209 টাকায় Komaki Ranger কিনবেন?
আপনি যদি ফাইন্যান্স প্ল্যানে এই ইলেকট্রিক বাইকটি কিনতে চান, সেক্ষেত্রে 19 হাজার 209 টাকা ডাউন পেমেন্ট করে 1 লাখ 72 হাজার 880 টাকা লোন নিতে হবে। তাহলে 9.7 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 5 হাজার 561 টাকা করে কিস্তি জমা করতে হবে।