Bike Loan

Komaki Ranger: চোখ সরাতে পারবেন না চ্যালেঞ্জ! তাক লাগান ক্রুজার বাইক, ছুটবে 250 কিমি

Aindrila Dhani

Published on:

komaki-ranger-features

ভারতীয় রাস্তায় Komaki Ranger ইলেকট্রিক গাড়ির আধিপত্য ধীরে ধীরে ও নিশ্চিতভাবে বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিভিন্ন কোম্পানি এই একই সেগমেন্টে তাদের প্রোডাক্ট লঞ্চ করা শুরু করেছে। বর্তমানে জনপ্রিয় ও শক্তিশালী ইলেকট্রিক মোটরসাইকেলগুলির মধ্যে একটি হল – Komaki Ranger। এটি Komaki ইলেকট্রিক ভেহিকেল ডিভিশন চালু করেছে।

2023 সালের জানুয়ারীতে লঞ্চ হওয়ার পর থেকে এই বাইকটি এর শক্তিশালী স্টাইল, রেঞ্জ এবং ফিচার্সের কারণে মানুষকে আকর্ষণ করছে। এতে দুটি ভেরিয়েন্ট রয়েছে। এছাড়া 7 ইঞ্চির TFT ডিসপ্লে রয়েছে এতে।

Komaki Ranger: ইঞ্জিন

Komaki Ranger-এ দুটি ভেরিয়েন্টে রয়েছে । যথা :- Komaki Ranger XE এবং Komaki Ranger STD। Komaki Ranger XE-তে আপনি 140-160 কিলোমিটার রেঞ্জ পাবেন। অপরদিকে Ranger STD-এ 200-250 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেতে পারেন। ফলে শহরের পাশাপাশি সপ্তাহান্তে ছোট ভ্রমণের জন্য Komaki Ranger ব্যবহার করা যেতে পারে। উভয় ভেরিয়েন্টেই একটি শক্তিশালী ইলেকট্রিক মোটর রয়েছে। যার সাহায্যে আপনারা দ্রুত গতিতে বাইক চালিয়ে যেতে পারবেন।

Komaki Ranger বাইকের ফিচার্স

Komaki Ranger আধুনিক ফিচারে পরিপূর্ণ একটি বিখ্যাত টু-হুইলার। যা রাইডিংয়ের অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলেছে। এতে একটি 7 ইঞ্চি TFT ডিসপ্লে রয়েছে, যেখানে আপনারা গতি, ব্যাটারি লেভেল, ট্রিপ মিটারের মতো গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন। এছাড়া এতে নেভিগেশন ও সাউন্ড সিস্টেমের সুবিধাও রয়েছে। এর পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি, USB চার্জিং পোর্ট, সাইড স্ট্যান্ড সেন্সর এবং প্রিলোড অ্যাডজাস্টেবল রেয়ার সাসপেনশনের মতো ফিচারও এই বাইকে রয়েছে।

Komaki Ranger বাইকের দাম

Komaki Ranger-এর এক্স শোরুম দাম 1.69 লক্ষ টাকা থেকে শুরু হয়েছে। এর টপ মডেলের এক্স শোরুম দাম 1.86 লক্ষ টাকা। এতে দুটি ভেরিয়েন্ট এবং একটি রঙের বিকল্পে পেয়ে যাবেন।