Komaki Ranger: যত দিন যাচ্ছে, ভারতের বাজারে অনেক নতুন নতুন ইলেকট্রিক বাইক এবং স্কুটার লঞ্চ হচ্ছে। কোমাকিও এই রেসে অংশগ্রহণ করেছে এবার। কোমাকি রেঞ্জার নামে ভারতের প্রথম বৈদ্যুতিক ক্রুজার বাইক লঞ্চ করেছে এই কোম্পানি। এই বাইকটি খুব আকর্ষণীয় ক্রুজার লুকে লঞ্চ করেছে। আপনি এতে দুর্দান্ত বৈশিষ্ট্য এবং অবিশ্বাস্য মাইলেজও পাবেন। এছাড়াও, এই বাইকটি খুব সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। তাই আসুন আমরা এটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিই।
Komaki Ranger বাইকের সেরা বৈশিষ্ট্য কী কী?
গ্রাহকদের সুবিধার্থে কোমাকি রেঞ্জার ইলেকট্রিক বাইকটি 7-ইঞ্চি টিএফটি স্ক্রিন, ফ্ল্যাট ফুটরেস্ট, ফ্রন্ট টেলিস্কোপিক সাসপেনশন, সাইড স্ট্যান্ড সেন্সর, প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন, ফ্রন্ট লেগ গার্ড, রিয়ার ব্রেক-এর মতো উন্নত বৈশিষ্ট্য নিয়ে আসে। এই বাইকে রয়েছে ডিস্ক এবং ইউএসবি চার্জিং সকেটও।
কোমাকি রেঞ্জার কেমন গতিতে রাস্তায় চলবে?
কোম্পানি কোমাকি রেঞ্জার ইলেকট্রিক বাইকটিতে 4.5 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং 5 kW বৈদ্যুতিক মোটর দিয়ে সজ্জিত হয়েছে। এর সাহায্যে, বৈদ্যুতিক সাইকেলটি এক চার্জে প্রায় 200-250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এর সর্বোচ্চ গতি 80 কিমি/ঘণ্টা। এই বাইকটি সম্পূর্ণরূপে চার্জ হতে প্রায় 4-5 ঘণ্টা সময় নেয়।
কোমাকি রেঞ্জারের দাম কত রাখা হয়েছে?
দামের কথা বললে, আপনি ভারতীয় বাজারে Komaki Ranger ইলেকট্রিক বাইক কিনতে পারেন, যার প্রারম্ভিক মূল্য মাত্র 1.69 লক্ষ টাকা (এক্স-শোরুম)। একই সময়ে, এর শীর্ষ ভেরিয়েন্টের দাম 1.86 লক্ষ টাকায় (এক্স-শোরুম) পৌঁছেছে। এই বাইকটি অনেক কম দামেও আপনি কিনতে পারবেন। মাসিক কিস্তিতে কিনতে চাইলে, 36 মাসের মেয়াদে আপনি এই বাইকটি 5,000 টাকার মাসিক কিস্তিতে কিনে নিতে পারবেন।