Bike Loan

kia Seltos: পকেটে 1 লাখ টাকা থাকলেই গাড়ি ঘরে! টপ লুকে মন কেড়েছে চালকদের, কম দামে জম্পেশ ফিচার

Aindrila Dhani

Published on:

kia-seltos-emi-details

kia Seltos: এসইউভি সেগমেন্ট ফোর হুইলার গাড়িগুলির সবথেকে জনপ্রিয় একটি সেগমেন্ট। বেশ কিছু কোম্পানি তাদের এসইউভি মডেল আপগ্রেড করে লঞ্চ করার কাজ করছে। অপরদিকে টাটা মোটরস আর মারুতি সুজুকির মতো কোম্পানি সাশ্রয়ী মূল্যে নতুন এসইউভি লঞ্চ করছে। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব kia Seltos-এর নতুন ফেসলিফ্ট মডেলের সম্পর্কে।

এই এসইউভি প্রতি লিটারে 17 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এর আকর্ষণীয় লুক দেখলে ফিদা হয়ে যাবেন। Hyundai Creta-র শেষ, এবার বাজার কাপাবে kia Seltos-এর ফেসলিফ্ট মডেল। মাত্র 1 লাখ টাকায় আপনার হবে।

   

kia Seltos: ইঞ্জিন ও পারফরম্যান্স

সবার প্রথমে আমরা এই এসইউভি-র ইঞ্জিন ও মাইলেজ সম্পর্কে কথা বলব। আপনি যদি নতুন গাড়ি কেনার প্ল্যান করে থাকেন তবে kia Seltos আপনার স্বপ্নের মডেল হতে পারে। এই গাড়িতে 1497 সিসির শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা 6300 rpm-এ 113.42 Hp শক্তি ও 4500 rpm-এ 144 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত রয়েছে। মাইলেজের কথা বলতে গেলে, প্রতি লিটারে kia Seltos 17 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

kia Seltos: দাম

আমরা kia Seltos-এর যে ভার্সনের সম্বন্ধে কথা বলছি তা আপনারা বিভিন্ন দামে পেয়ে যাবেন। এই গাড়ির বেস মডেলের এক্স শোরুম দাম 10 লাখ 89 হাজার 900 টাকা। আর এই গাড়ির অন রোড দাম 12 লাখ 62 হাজার 655 টাকা।

kia Seltos: ফাইন্যান্স প্ল্যান

আপনি চাইলে এই গাড়িটি কিন্তু মাত্র 1 লাখ টাকাতেই বাড়ি আনতে পারবেন। আপনি যদি 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে বাকি 11 লাখ 62 হাজার 655 টাকা আপনাকে লোন নিতে হবে। সেক্ষেত্রে 5 বছরের জন্য প্রতি মাসে 24 হাজার 589 টাকা কিস্তি দিতে হবে।