Bike Loan

Kia Seltos: গরিবের বিরাট সস্তি, 1 লাখ টাকারও কম খরচে নতুন গাড়ি! কমবে তেলের তেলের খরচ বাঁচবে টাকা

Aindrila Dhani

Published on:

kia-seltos-emi-details

Kia Seltos : আপনি যদি লিমিটেড বাজেটে গাড়ি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে Kia Selt।os সম্পর্কে বিবেচনা করে দেখতে পারেন। এটি আপনারা 90 হাজার টাকায় পেয়ে যাবেন।

   

ভারতীয় অটোমোবাইল সেক্টরে বিভিন্ন কোম্পানির ফোর হুইলার উপস্থিত রয়েছে। তবে সবার বাজেট সমান হয় না। আপনার বাজেটের দিকে তাকিয়ে আজকে নিয়ে এসেছি দারুণ একটি গাড়ির খবর। Kia Seltos খুবই কম দামে আপনারা কিনতে পারবেন। এতে 360 ডিগ্রী ক্যামেরা রয়েছে। এছাড়া ছয়টি এয়ার ব্যাগের সুবিধা পেয়ে যাবেন। এই ফোর হুইলারে তিন ধরনের ইঞ্জিন রয়েছে।

Kia Seltos: ইঞ্জিন

এই গাড়িতে তিন ধরনের ইঞ্জিনের বিকল্প পেয়ে যাবেন। একটি হল 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন। যা 115 Ps শক্তি ও 144 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। দ্বিতীয়টি হল 1.5 লিটারের ডিজেল ইঞ্জিন। যা 116 Ps শক্তি ও 250 Nm টর্ক উৎপাদন করতে পারে। এছাড়া এই গাড়িতে 1.5 লিটারের টার্বো পেট্রল ইঞ্জিনের বিকল্প রয়েছে। যা 160 Ps শক্তি ও 253 Nm টর্ক উৎপাদন করতে পারে। মাইলেজের দিক থেকেও মডেলটির পারফরম্যান্স বেশ ভালো। ARAI অনুসারে, Kia Seltos প্রতি লিটারে 17 কিলোমিটার থেকে 20.7 কিলোমিটার মাইলেজ দিতে পারবে।

Kia Seltos: ফিচার্স

এবার আমরা এই গাড়িটির ফিচার্স সম্বন্ধে কথা বলব। এই ফোর হুইলারে ইন্টিগ্রেটেড ডিসপ্লে সেটআপ রয়েছে। এই সেটআপে আপনারা 10.25 ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে ও 10.25 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম পেয়ে যাবেন। এর পাশাপাশি Kia Seltos-এ ডুয়াল টোন ক্লাইমেট কন্ট্রোল, প্যানেরোমিক সানরুফ, 360 ডিগ্রী ক্যামেরা, ইলেকট্রনিক স্টেবিলটি কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ছয়টি এয়ার ব্যাগের মতো ফিচার রয়েছে।

Kia Seltos: দাম

এই গাড়িটির অন রোড দাম 12 লাখ 65 হাজার 78 টাকা। কিন্তু আপনাদের এত টাকা খরচ করে গাড়ি কিনতে হবে না। মাত্র 90 হাজারেই আপনার গ্যারেজে চলে আসবে Kia Seltos।

কীভাবে 90 হাজার টাকায় Kia Seltos কিনবেন?

আপনি 90 হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়িটি কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বাকি 11 লাখ 75 হাজার 78 টাকা লোন নিতে হবে। এভাবে 9.8 শতাংশ সুদের হারে 4 বছরের জন্য প্রতি মাসে 29 হাজার 690 টাকা কিস্তি হিসেবে জমা করতে হবে।