Bike Loan

Kia Lease: পকেটে পয়সা নেই? চিন্তা কিসের, কিয়ার নতুন চমক! পাবেন মাত্র 22 হাজারে ভাড়া

Aindrila Dhani

Published on:

kia-lease-india-launched-2024

Kia Lease India: Kia India সম্প্রতি ORIX Auto Infrastructure Services Limited-এর সাথে পার্টনারশিপে তাদের নতুন লিজিং প্রোগ্রাম আমাদের সামনে নিয়ে এসেছে। এর ফলে মেনটেনেন্স, ইন্সুরেন্স আর রিসেলের কারণে যে ঐতিহ্যগত বোঝা গ্রাহকদের সহ্য করতে হয়, তা কমে যাবে। ‘Kia Lease’ প্রোগ্রাম বিভিন্ন ধরনের গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে আপনারা 24 মাস থেকে 60 মাস সময়ের মধ্যে বিভিন্ন ধরনের মাইলেজ অপশন পেয়ে যাবেন। প্রথমদিকে এই প্রোগ্রাম দিল্লি এনসিআর, চেন্নাই, বেঙ্গালুরু, পুনে, হায়দ্রাবাদ আর মুম্বাইয়ের মত বড় শহরে উপলব্ধ থাকবে।

এই প্রোগ্রামের মাধ্যমে Kia আরো বেশী গ্রাহকদের কাছে পৌঁছাতে চাইছে। এই নতুন লিজিং প্রোগ্রামের আওতায় গ্রাহকরা কোম্পানির গাড়ি চালানোর সুযোগ পাবেন। তবে প্রথমদিকে আপনাদের কোন ডাউন পেমেন্ট করতে হবে না। এই প্রোগ্রামে সমস্ত ইন্সুরেন্স রিনিউয়াল, মেইনটেনেন্স কস্ট আর রিসেল যুক্ত থাকবে। লিজ পিরিয়ডের পর গ্রাহকরা চাইলে এই গাড়ি ফেরত দিতে পারবেন আবার প্রয়োজনে নতুন মডেলে আপগ্রেডও করতে পারবেন। সমস্তটাই নির্ভর করবে গ্রাহকের চাহিদা ও প্রয়োজনের ওপর।

আপনাদের জানিয়ে রাখি এই ধরনের লিজিং প্রোগ্রাম বিশ্বের অন্যান্য দেশগুলিতেও শুরু হয়েছে। এতদিন ভারতে দেখা না গেলেও, Kia-র হাত ধরে এদেশেও প্রবেশ করতে চলেছে এটি। গত 4-5 বছরে এই ইন্ডাস্ট্রি 100 শতাংশ গ্রোথ পেয়েছে। এই লিজিং প্রোগ্রামের ফলে এই গ্রোথ আরো বৃদ্ধি পাবে বলেই আশা করছে কোম্পানি। খুব শীঘ্রই এটি ভারতে নতুন ট্রেন্ড হয়ে যাবে। এতে একটি কন্ট্রাক্টের মাধ্যমে আপনারা সব রকমের সার্ভিস আর ইন্সুরেন্স কভার পেয়ে যাবেন। গ্রাহকদের যাতে কোন সমস্যা না হয়, তার জন্য কোম্পানি এই প্রোগ্রামের আওতায় কাস্টমার কেয়ার সার্ভিস ও নির্দিষ্ট স্টাফের ব্যবস্থা করছে। এই প্রসঙ্গে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।