Kia EV 3: দক্ষিণ কোরিয়া সাধারণত স্কিন কেয়ার ও কসমেটিক্সের জন্য বিখ্যাত। তবে সম্প্রতি এখানকার একটি জনপ্রিয় ফোর হুইলার নির্মাতা কোম্পানি বিশ্বব্যাপী নাম অর্জন করেছে। আমরা কথা বলছি Kia-র সম্বন্ধে। এই কোম্পানি দুর্দান্ত সব মডেল লঞ্চ করে। আর গ্রাহকরাও এই কোম্পানির গাড়ি পছন্দ করে থাকেন।
এবার এই কোম্পানি তাদের নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। খুব শীঘ্রই এটি বাজারে উপলব্ধ হবে। মডেলটি হল Kia EV 3। এই ইলেকট্রিক গাড়িতে 12.3 ইঞ্চির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। মাত্র 31 মিনিটে চার্জ হয়ে যাবে এই গাড়ির ব্যাটারি। সিঙ্গেল চার্জে 600 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম এটি।
Kia EV 3-র ফিচার্স
এই ইলেকট্রিক গাড়িতে আপনারা আধুনিক ফিচার্সের সুবিধা পেয়ে যাবেন। সম্প্রতি এই গাড়ির কিছু ভিডিও কোম্পানি আপলোড করেছি। তারপর থেকেই চতুর্দিকে চর্চা হচ্ছে Kia EV 3-কে নিয়ে। আকর্ষণীয় ডিজাইন ও লাক্সারি ইঞ্জিনিয়ার সহ পেয়ে যাবেন আপনারা বেশ কিছু সুবিধা। এই গাড়িতে বড় ডাম্পার, প্যানারোমিক সানরুফ, 12.3 ইঞ্চ ইনফোটেইনমেন্ট সিস্টেম, 12.3 ইঞ্চির ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, 360 ডিগ্রী ক্যামেরা ও একাধিক ড্রাইভিং মোড সহ প্রয়োজনীয় ফিচার পেয়ে যাবেন।
Kia EV 3-র রেঞ্জ
আপনি জানিয়ে রাখি, এতে দুটি ব্যাটারির বিকল্প রয়েছে। একটি হল 58.3 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি আর দ্বিতীয়টি হল 81.4 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি। এই ব্যাটারি সিঙ্গেল চার্জে 600 কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে পারে। আর ব্যাটারি চার্জ হতে খুবই কম সময় লাগে। 10 শতাংশ থেকে 80 শতাংশ পর্যন্ত চার্জ হতে মাত্র 31 মিনিট সময় নেয়। গতিবেগের সম্পর্কে কথা বলতে গেলে, Kia EV 3 প্রতি ঘণ্টায় সর্বাধিক 170 কিলোমিটার বেগে ছোটে এই ইলেকট্রিক গাড়ি। আর মাত্র 7.5 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে।
Kia EV 3-র দাম
এই গাড়িটি জুলাই মাসে লঞ্চ হবে। তবে ইউরোপে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রেস করা হবে। অন্যান্য দেশেও এই গাড়িটি পাওয়া যাবে। কিন্তু ভারতে 2025 সাল নাগাদ এই গাড়ি লঞ্চ করা হতে পারে। এর দাম সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। লঞ্চ হওয়ার পরই জানা যাবে।