Bike Loan

Keeway SR125: যুবকদের মন হবে তোলপাড়! লুক দেখলেই হবেন ফিদা, কিস্তি মাত্র 3 হাজার টাকা

Aindrila Dhani

Published on:

keeway-sr125-emi-details

Keeway SR125 EMI: ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের বাইক আপনারা পেয়ে যাবেন। দুর্দান্ত ফিচার্স আর দীর্ঘ মাইলেজ সহ বাইক কিনতে চাইলে Keeway SR125 সম্পর্কে জেনে রাখুন‌‌। এতে আপনারা সস্তায় প্রিমিয়াম লোক পেয়ে যাবেন।

এই বাইকে 125cc-র শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এই সেগমেন্টের ঝাক্কাস বাইকগুলির মধ্যে থেকে এটি অন্যতম। আপনিও যদি ক্রুজার বাইক কিনতে চান তাহলে এই মডেলটির সম্পর্কে বিবেচনা করে দেখতে পারেন। আপনারা চাইলে 3 হাজার টাকার মাসিক কিস্তিতে এটি কিনতে পারবেন।

   

Keeway SR125: ইঞ্জিন

এই টু-হুইলারে 125cc-র এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। যা 9000 rpm-এ সর্বাধিক 9.8 Ps শক্তি ও 7500 rpm-এ 8.2 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। কোম্পানি এই বাইকের ইঞ্জিনটিকে 5 স্পিড গিয়ার বক্সের সাথে যুক্ত করেছে। এই বাইকে 14.5 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটার পেট্রোলে Keeway SR125 প্রায় 50 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Keeway SR125: ফিচার্স

এই বাইকের ফিচার সম্পর্কে বলতে গেলে, এতে ক্লাসিক লুকের সাথে প্রিমিয়াম ফিচার্সের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, টিউবলেস টায়ার, কমবে ব্রেকিং সিস্টেম, ডিজিটাল ফিউল গেজ আর স্পোক হুইলের সুবিধা পেয়ে যাবেন।

Keeway SR125: ফাইন্যান্স প্ল্যান

এই দুর্দান্ত ক্রুজার বাইকের এক্স শোরুম দাম 1.20 লাখ টাকা থেকে শুরু হয়েছে। তবে আপনারা চাইলে মাসিক 3 হাজার 942 টাকার কিস্তিতে Keeway SR125 কিনতে পারবেন। এ সম্পর্কে বিশদে জানতে কোম্পানির নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।