Bike Loan

Keeway SR125: চেহারা থেকে ঝরে পড়ছে আগুন! স্টেটাস বাড়াতে কিনুন, মাসিক কিস্তি 3,454 টাকা

Aindrila Dhani

Published on:

keeway-sr125-bike-features-and-price

অনেকে প্রয়োজনে বাইক কেনেন আবার কেউ কেউ স্টেটাস দেখাতে বাইক কেনেন। তবে বাইক যে কারণেই কেনা হোক না কেন তার ডিজাইন আর পারফর্মেন্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আজ আমরা আপনাদের জন্য এমন একটি বাইকের খোঁজ এনেছি যার দিকে একবার তাকালে আপনারা আর চোখ ফেরাতে পারবেন না। এছাড়া আপনার স্টেটাস বাড়িয়ে দেবে এই মডেল।

   

এই প্রতিবেদনে আমরা কথা বলব Keeway SR125-এর সম্পর্কে। 125cc সেগমেন্টের চাহিদা ভারতীয় টু-হুইলার মার্কেটে এখন বৃদ্ধি পেয়েছে। এই সেগমেন্টে পছন্দসই মডেলের খোঁজে অনেকেই রয়েছেন। এই বাইকটি আপনারা চাইলে কিনতে পারেন। প্রতি লিটারে 50 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। এছাড়া রয়েছে বেশকিছু আধুনিক ফিচার। জেনে নিন বিস্তারিত।

Keeway SR125-এর ইঞ্জিন ও পারফরম্যান্স

Keeway SR125-এ 125cc-র এয়ার ও অয়েল কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 9,000 rpm-এ 9.7 hp শক্তি ও 7,500 rpm-এ 8.2 Nm টর্ক উৎপাদন করতে পারে।

Keeway SR125-এর মাইলেজ

বাইক কেনার আগে ইঞ্জিনের পাশাপাশি তার মাইলেজ সম্পর্কের জেনে নেওয়া ভীষণ দরকার। বেশি মাইলেজ দিলে গ্রাহকের পেট্রোলের পেছনে তুলনামূলক কম খরচ হয়। Keeway SR125 প্রতি লিটারে 50 কিলোমিটারের দুর্দান্ত মাইলেজ দিয়ে থাকে।

Keeway SR125-এর ফিচার্স

Keeway SR125 বাইকের লুক ভীষণ আকর্ষণীয়। যাঁরা ক্লাসিক লুকের বাইক পছন্দ করেন, তাঁদের তো এক দেখাতেই ভালো লেগে যাবে। এছাড়া এতে একাধিক স্মার্ট ফিচার রয়েছে। এই বাইকে আকর্ষণীয় LED DRL রয়েছে। এর পাশাপাশি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সুবিধা পেয়ে যাবেন। অন্যান্য বাইকের মত ইঞ্জিন কাট অফ সুইচ, কম্বি ব্রেকিং সিস্টেম আর সাইড স্ট্যান্ডেরও সুবিধা রয়েছে এই মডেলে।

Keeway SR125-এর দাম

আপনারা বাজারে Keeway SR125 বাইক 3‌ টি রংয়ের অপশনে পেয়ে যাবেন। যথা:- লাল, কালো ও সাদা। এই বাইকের এক্স শোরুম শুরু হচ্ছে 1.20 লাখ টাকা থেকে। এই বাইকের ইএমআই প্ল্যানে, আপনাকে 4 বছরের জন্য প্রতি মাসে 3,454 টাকার ইএমআই দিতে হবে।