Bike Loan

Keeway SR125: চেহারা থেকে ঝরে পড়ছে আগুন! চোখ সরাতে পারবেন না চ্যালেঞ্জ

Aindrila Dhani

Published on:

keeway-sr125-bike-2024

Keeway SR125: ভারতীয় বাজারে টু-হুইলার কোম্পানিগুলির ব্যবসা বেশ‌ রমরমিয়ে চলছে। এই সেগমেন্টে এমন একাধিক কোম্পানি রয়েছে, যেগুলি এখানে নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছে। যেমন- TVS, Hero Motocorp ও Hero Honda। তবে প্রিমিয়াম ক্যাটাগরিতে Royal Enfield ও Yamaha বিখ্যাত দুটি টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি।

   

এবার প্রিমিয়াম কোয়ালিটির মডেল সস্তায় লঞ্চ করে গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে Keeway। এবার এই কোম্পানি আমাদের সামনে নিয়ে এসেছে Keeway SR125। বর্তমানে 125cc সেগমেন্টের বাইক বেশি বিক্রি হচ্ছে। আর এই সুযোগকেই কাজে লাগিয়েছে Keeway। আকর্ষণীয় লুকের পাশাপাশি এই বাইকে পেয়ে যাবেন আধুনিক ফিচার্স। জেনে নিন বিস্তারিত।

Keeway SR125-এর রং

Keeway SR125 বাইক 3 টি রঙে উপলব্ধ। যথা:- সাদা, কালো ও লাল।

Keeway SR125-এর ইঞ্জিন

এই বাইকে 125cc-র এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 9,000 rpm-এ 9.7 hp শক্তি ও 7,500 rpm-এ 8.2 Nm টর্ক উৎপাদন করে।

Keeway SR125-এর প্রিমিয়াম ফিচার্স

Keeway SR125-এ স্মার্ট ফিচার্স দেওয়ার চেষ্টা করেছে কোম্পানি। এতে LED DRL, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, কাট অফ সুইচ, সাইড স্ট্যান্ড ও কম্বি ব্রেকিং সিস্টেম রয়েছে।‌

Keeway SR125-এর দাম

Royal Enfield-কে টক্কর দিতে চলে এসেছে Keeway SR125। এতে আকর্ষণীয় লুক, শক্তিশালী ইঞ্জিন ও প্রিমিয়াম ফিচার্স থাকলেও Keeway SR125-এর দাম কম রাখার চেষ্টা করেছে কোম্পানি। বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে যাঁরা নতুন বাইক কিনতে চাইছেন, তাঁরা Keeway SR125 সম্পর্কে ভেবে দেখতে পারেন। এই বাইকের এক্স শোরুম দাম 1.19 লাখ টাকা।