Bike Loan

Kawasaki Z900: মাত্র 1.50 লাখ টাকা দিয়ে আজই ঘরে তুলুন! রাইডারদের পছন্দের বাইক, শোরুমে উপচে পড়ল ভিড়

Aindrila Dhani

Published on:

kawasaki-z900-price

Kawasaki Z900: কাওয়াসাকির বাইক রাইডাররা বেশ পছন্দ করেন। বিশ্বব্যাপী এর খ্যাতি প্রচুর। এই কারণে কোম্পানি একের পর এক নতুন মডেল মার্কেটে লঞ্চ করে চলেছে। এরই মধ্যে একটি স্পোর্টস বাইক বাজারে পেশ করেছে কাওয়াসাকি। এর দাম অবশ্য মধ্যবিত্ত সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। কিন্তু যাঁরা বাইকের কালেকশন করতে পছন্দ করেন, তাঁরা নিজেদের গ্যারেজে এটি রাখতেই পারেন। রাইডারদের কথা ভেবে মূলত এটি ডিজাইন করা হয়েছে।

বর্তমান যুব সম্প্রদায়ের স্পোর্টস বাইকের প্রতি এক আলাদা লেভেলের ভালোবাসা রয়েছে। স্পোর্টস বাইক ম্যানুফ্যাকচার করার ক্ষেত্রে কাওয়াসাকির হাত ধরা প্রায় অসম্ভব। মাত্র 1.50 লাখ টাকা ডাউন পেমেন্ট করে এই বাইক আপনারা বাড়ি আনতে পারেন। আমরা কথা বলছি Kawasaki Z900-এর সম্পর্কে। প্রতি লিটারে 17 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। এছাড়া এর সুরক্ষার দিকে কোম্পানি সম্পূর্ণ খেয়াল রেখেছে। এক ঝলক দেখলে আপনাদের পছন্দ হতে বাধ্য।

   

Kawasaki Z900: ফিচার্স

সবার প্রথমে আমরা এই স্পোর্টস বাইকের ফিচার্স সম্পর্কে কথা বলব। এই বাইকে আপনারা টিএফটি ইন্স্ট্রুমেন্ট কনসোল পেয়ে যাবেন। এর সাথে থাকবে স্মার্টফোন কানেক্টিভিটি। ফলে বারবার বাইক থামিয়ে আপনাদের ফোন চেক করতে হবে না। এছাড়া আর রাতে রাইড করার জন্য Kawasaki Z900-এ এলইডি হেড লাইটের ব্যবস্থা রেখেছে কোম্পানি। এতে আপনারা চারটি রাইডিং মোড পেয়ে যাবেন। নিজেদের প্রয়োজন অনুযায়ী মোড বদলাতে পারবেন। এছাড়া রয়েছে শ্রী লেভেল ট্র্যাকশন কন্ট্রোল আর দুটি পাওয়ার মোড।

Kawasaki Z900: সেফটি ফিচার্স

এই স্পোর্টস বাইকে 41 মিলিমিটারের আপ সাইড ডাউন ফ্রন্ট ফোর্ক সাসপেনশন ও এডজাস্টেবল মনোশক রেয়ার সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ব্রেকিং ডিউটি সামলানোর জন্য কোম্পানি এই বাইকের সামনে 300 মিলিমিটারের ডুয়েল সেমি ফ্লোটিং পেটল ডিস্ক ব্রেক আর পিছনে 250 মিলিমিটারের সিঙ্গেল পেটল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।

Kawasaki Z900: ইঞ্জিন

কাওয়াসাকির এই স্পোর্টস বাইকে 948 সিসির লিকুইড কুল্ড, 4 স্ট্রোক, ইনলাইন ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। যা 125 পিএস শক্তি ও 98.6 এনএম টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড রিটার্ন গিয়ার বক্স যুক্ত রয়েছে। Kawasaki Z900 প্রতি লিটারে 17 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Kawasaki Z900: দাম

সবশেষে আমরা বাইকটির দাম সম্পর্কে কথা বলব। এই বাইকের এক্স শোরুম দাম 9.20 লাখ টাকা। তবে আপনারা 1.50 লাখ টাকা ডাউন পেমেন্ট করে এটি বাড়ি আনতে পারবেন।