Bike Loan

Kawasaki W230: রেট্রো লুকে কাওয়াসাকি! লুফে নিলো যুবকরা, মিলবে দারুন পাওয়ার

Aindrila Dhani

Published on:

kawasaki-w230-has-been-revealed

গত কয়েক মাসে Kawasaki বিভিন্ন মোটর শো-তে একাধিকবার তাদের আসন্ন রেট্রো মোটরসাইকেলের প্রদর্শন করেছে। এটি সম্ভবত W230 মডেল হতে পারে। আজকের প্রতিবেদনে আমরা Kawasaki W230-র সম্পর্কে কথা বলবো।

বর্তমান Kawasaki W সিরিজের অন্যান্য বাইকের মতোই W230 একটি পুরানো দিনের স্টাইলিং সহ বাজারে আসবে। এর ডিজাইনে একটি বৃত্তাকার হেডলাইট, একটি পিনাট আকৃতির জ্বালানী ট্যাঙ্ক এবং কভার সহ সিঙ্গেল পিস সিট দেখতে পেয়ে যাবেন আপনারা।‌ সামগ্রিক বডি ওয়ার্কের দিক থেকেও বর্তমান W175 এবং W800 এর মতোই করা হবে‌ এই বাইকটিকে। মূলত এই আসন্ন মডেলটিতে ন্যূনতম বডি ওয়ার্ক দেখতে পাবেন আপনারা।

Kawasaki W230-র ইঞ্জিন (Kawasaki W230 engine power)

এর ইঞ্জিন, আউটপুট পরিসংখ্যান এবং আরও অনেক কিছু সম্পর্কিত বিশদ তথ্য এখনও প্রকাশ করেনি কোম্পানি। তবে রিপোর্ট অনুযায়ী গ্রাহকরা Kawasaki W230 মডেলে 5 স্পিড গিয়ার বক্স সহ একটি সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড ইঞ্জিন পেয়ে যেতে পারেন। W230-র সামনে সম্ভবত ডুয়াল অ্যানালগ পড থাকবে। এছাড়া সুরক্ষার জন্য ABS এবং সাইড-স্ট্যান্ড সেন্সর যুক্ত করা হতে পারে।

Kawasaki W230-র ফিচার্স (Kawasaki W230 feature list)

Kawasaki W230-তে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডুয়াল রেয়ার স্প্রিংস, সামনে সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পিছনে ডিস্ক ব্রেক সহ টিউব টায়ার থাকবে। এছাড়া এই বাইকে স্পোক হুইল যুক্ত করা হবে। একই সেটআপ Kawasaki W সিরিজের অন্যান্য রেট্রো বাইকগুলিও পেয়েছে।

Kawasaki W230-র লঞ্চ (Kawasaki W230 launch)

Kawasaki এখনও লঞ্চের সম্পর্কে বিশদ তথ্য সামনে আনেনি। এমনকি এই বাইকের দাম নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। মনে করা হচ্ছে, Kawasaki W230 প্রথমে আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করবে এবং তারপর ভারতে লঞ্চ হতে পারে।