Bike Loan

Kawasaki Eliminator: সমস্ত বাইকের বাপ হাজির! সবার ছক্কা উড়িয়ে দেবে কাওয়াসাকি, বুলেটের থেকেও শক্তিশালী ইঙ্গিন

Aindrila Dhani

Published on:

kawasaki-eliminator-price

Kawasaki Eliminator: ভারতীয় বাজারের ক্রুজার বাইক সেগমেন্টে রয়েল এনফিল্ডের মডেল ভীষণ জনপ্রিয়। আপনিও যদি এই কোম্পানির বাইক পছন্দ করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। রয়েল এনফিল্ড বুলেটের থেকেও শক্তিশালী ও ভালো বিকল্প চলে এসেছে বাজারে। কাওয়াসাকি ভারতীয় বাজারে এনেছে তাদের নতুন মডেল।

আমরা কথা বলছি কাওয়াসাকি এলিমিনেটরের সম্পর্কে। এই বাইকে 451সিসির শক্তিশালী ইঞ্জিন থাকবে। প্রতি লিটার পেট্রোলের সাহায্যে এই বাইক 30 কিলোমিটার মতো মাইলেজ দেবে। এছাড়া এতে রয়েছে দুর্দান্ত কিছু ফিচার্স। সুরক্ষার জন্য এই বাইকে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের ব্যবহার করেছে কোম্পানি। মাত্র 17 হাজার 359 টাকা খরচ করে এই বাইক কিনতে পারবেন!

   

Kawasaki Eliminator: ইঞ্জিন

কাওয়াসাকির আসন্ন ক্রুজার মডেলে 451cc-র শক্তিশালী 2 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 9000 rpm-এ 45 Ps শক্তি ও 6000 rpm-এ 42.6 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকে 13 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি দেওয়া হয়েছে। কাওয়াসাকি এলিমিনেটর প্রতি লিটারে 30 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Kawasaki Eliminator: ফিচার্স

ভালো মাইলেজ ও শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি এইবাইকে আধুনিক ফিচারের ব্যবহার করেছে কাওয়াসাকি। এতে আপনারা ডিজিটাল অডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, পাওয়ারফুল ব্রেকিং সিস্টেম, প্যাসেঞ্জার ফুটরেস্ট, এলইডি হেড লাইট, সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডিজিটাল স্পিডোমিটার, স্মার্ট ফোন কানেক্টিভিটি আর আরামদায়ক সিটের সুবিধা পেয়ে যাবেন।

Kawasaki Eliminator: দাম

এই বাইকটির দামের কথা বলতে গেলে, কোম্পানি কাওয়াসাকি এলিমিনেটর ভারতীয় বাজারে 5.62 লাখ টাকার কাছাকাছি দামে লাঞ্চ করেছে। তবে আপনারা চাইলে 17 হাজার 359 টাকার মাসিক কিস্তিতে এই বাইক কিনতে পারবেন।‌ এই সম্বন্ধে বিশদে জানতে কোম্পানির নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।