Bike Loan

Kawasaki Eliminator 450: কাওয়াসাকির নতুন চমক! চমৎকার ক্রুজার বাইক, চালিয়েও দারুন মজা

Aindrila Dhani

Published on:

kawasaki-eliminator-450-price

Kawasaki Eliminator 450: ভারতীয় বাজারে শক্তিশালী ক্রজার বাইক লঞ্চ করার ক্ষেত্রে Kawasaki-র জুড়ি মেলা ভার। বর্তমানে এই সেগমেন্টের টপ কম্পানিগুলির মধ্যে থেকে অন্যতম হলো Kawasaki। এই কোম্পানির Kawasaki Eliminator 450-তে হয়েছে শক্তিশালী ইঞ্জিন ও আকর্ষণীয় লুক। যা অল্প সময়েই যুবকদের মন জিতে নিয়েছে।

450cc সেগমেন্টের নতুন ক্রুজার বাইক হল Kawasaki Eliminator 450। গ্রাহকরা এই বাইকের অপেক্ষায় দীর্ঘদিন ধরে রয়েছেন। এটি লঞ্চ হওয়ার পর Lava আর Bullet-এর মতো বাইকের ছুটি হয়ে যাবে। জেনে নিন Kawasaki Eliminator 450 সুপার বাইকের সম্পর্কে।

   

Kawasaki Eliminator 450-র ইঞ্জিন

Kawasaki Eliminator 450-তে একটি শক্তিশালী ইঞ্জিন এর ব্যবহার করা হয়েছে। এতে আপনারা 451cc-র লিকুইড কুল্ড, 4 স্ট্রোক, প্যারালাল টুইন ইঞ্জিন পেয়ে যাবেন। যা 9000 rpm-এ 45 Ps শক্তি ও 6000 rpm-এ 42.6 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকের ওজন 176 কেজি।

Kawasaki Eliminator 450-র মাইলেজ

এই সুপার বাইক বেশ ভালই মাইলেজ দেবে। এতে রয়েছে 13 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি। প্রতি লিটারে 31 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম Kawasaki Eliminator 450‌। এই বাইকের রাইডিং রেঞ্জ 403 কিলোমিটার। এই বাইক প্রতি ঘন্টা সর্বোচ্চ 160 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Kawasaki Eliminator 450-র ফিচার্স

এই ক্রুজার বাইকে আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। Kawasaki Eliminator 450-তে 8 ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে, স্পিডোমিটার, ওডোমিটার, স্মার্টফোন কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, কল অ্যালার্ট, মেসেজ নোটিফিকেশন, স্পিড এলার্ট, ফিউল গেজ, নেভিগেশন ইত্যাদি রয়েছে। এছাড়া এতে LED হেডলাইট, LED টেইল লাইট, LED ব্যাক লাইট, টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক, ডুয়াল মোনোশক অ্যাবজর্ভার রেয়ার সাসপেনশন, ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার, সাইড স্ট্যান্ড সেন্সরের মতো সুবিধা পেয়ে যাবেন।

Kawasaki Eliminator 450-র দাম

Kawasaki Eliminator 450-র এক্স শোরুম দাম 5.62 লাখ টাকা থেকে শুরু হয়েছে। এতে কেবলমাত্র মেটালিক ফ্ল্যাট ব্ল্যাক রংয়ের অপশন রয়েছে। ভারতীয় বাজারে এই বাইকের প্রতিদ্বন্দ্বী- Royal Enfield Super Meteor 650।