Bike Loan

Joy e-bike Beast: তুখোড় লুকস, বাইক কিনতে হুড়োহুড়ি! চাপে নামি দামি কোম্পানি

Aindrila Dhani

Published on:

joy-e-bike-beast-price

Joy e-bike Beast: সবাইকে টক্কর দিতে আসছে নতুন ইলেকট্রিক বাইক। বাজেট ফ্রেন্ডলি দামে দেবে 110 কিলোমিটার রেঞ্জ, সাথে রয়েছে আকর্ষণীয় ফিচার্স। এই প্রতিবেদনে আমরা কথা বলব Joy e-bike Beast সম্পর্কে।

ভারতীয় মার্কেটে ইলেকট্রিক বাইকের চাহিদা হু হু করে বেড়ে চলেছে। এরই মধ্যে বেশ কিছু কোম্পানি আকর্ষণীয় মডেল ভারতের লঞ্চ করা শুরু করেছে। এবার দুর্দান্ত রেঞ্জ আর নতুন ফিচার সহ ভারতীয় মার্কেটে লঞ্চ হয়েছে Joy e-bike Beast। এক চার্জে 110 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। জেনে নিন বিস্তারিত।

Joy e-bike Beast: ব্যাটারি ও মোটর

এই ইলেকট্রিক বাইকে 5 কিলোওয়াটের DC ব্রাসলেস মোটর ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ইলেকট্রিক বাইকে শক্তিশালী ব্যাটারির ব্যবহার করেছে কোম্পানি। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে 7 ঘন্টা সময় লাগে। একবার সম্পূর্ণ চার্জ হলে এটি 110 কিলোমিটার রেঞ্জ দিতে পারেন। Joy e-bike Beast বাইকে IP67 রেটিং রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে ছুটতে পারে এই ইলেকট্রিক বাইক।

Joy e-bike Beast বাইকের ফিচার্স

এই ইলেকট্রিক সুপার বাইকের সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এর সাথে 10‌ AMP-র স্মার্ট চার্জার দিয়েছে কোম্পানি। Joy e-bike Beast বাইকে হাইড্রোলিক সাসপেনশন রয়েছে।

Joy e-bike Beast বাইকের দাম

এই বাইকটি ইতিমধ্যে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। সাশ্রয়ী মূল্যে এটি আপনারা কিনতে পারবেন। Joy e-bike Beast সুপার ইলেকট্রিক বাইকের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 2.42 লাখ টাকা থেকে।