Bike Loan

JH EV Delta R3 2024: নজরকাড়া লুকে বাজারে আসতেই! এক নজরেই বেহুশ আট থেকে আশি, সস্তার বাইকে বিদেশি লুক

Pushpita Baral

Published on:

jhev-delta-v6-2024-clectric-bike

বর্তমানে যে পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে তাতে অনেকেই নিজস্ব যানবাহন কেনার সময় একটি পরিবেশবান্ধব যানের খোঁজ করে থাকেন। আপনিও কি এমন একটি বাইক খুঁজছেন যা আপনাকে শুধু দ্রুত আপনার গন্তব্যেই নিয়ে যাবে না, বরং পরিবেশেরও যত্ন করবে। তাহলে JH EV Delta R3 আপনার জন্য তৈরি করা হয়েছে। এই ইলেকট্রিক বাইকটি শুধু স্টাইলিশই নয়, এর পারফরম্যান্সেও অসাধারণ।

JH EV Delta R3 2024: নজরকাড়া স্টাইলিশ ডিজাইন

JH EV Delta R3 এর চেহারা খুবই আকর্ষণীয়। তরুণদের কথা মাথায় রেখে বাইকটি ডিজাইন করা হয়েছে। এই মডেলের LED লাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং আরামদায়ক আসনের মতো এর বৈশিষ্ট্যগুলিও বেশ ভাল। বাইকটির বডিও বেশ মজবুত।

   

JH EV Delta R3 2024: রাইডিং রেঞ্জ

Delta R3 মডেলে একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর রয়েছে। যা দ্রুত বাইক চালানোর ক্ষমতা দেয়। একবার চার্জ করা হলে, এই বাইকটি একটি ভাল দূরত্ব অতিক্রম করবে, যার কারণে আপনার চার্জিং নিয়ে কম চিন্তা থাকবে। এছাড়া বাইকের ব্যাটারিও চার্জ হতে বেশি সময় নেয় না।

JH EV Delta R3 2024: আধুনিক বৈশিষ্ট্য

এই ইলেকট্রিক বাইকে আপনি অনেক আধুনিক ফিচারস পাবেন। এর মধ্যে কয়েকটি হল- রিভার্স গিয়ার, ইকো মোড, স্পোর্টস মোড, মোবাইল চার্জিং পোর্ট এবং অ্যান্টি-থেফট সিস্টেম। এই বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র আপনার রাইডকে আরামদায়ক করবে না বরং নিরাপত্তাও বাড়াবে।

JH EV Delta R3 2024: মূল্য

JH EV Delta R3 এর দামও বেশ আকর্ষণীয়। এটি কিনলে আপনার বাজেটের উপর খুব বেশি চাপ পড়বে না। বাইকটি আপনি কোম্পানির ডিলারশিপে দেখতে পারবেন এবং কিনতে পারবেন। আপনি যদি পরিবেশ বান্ধব, দেখতে স্টাইলিশ এবং শক্তিশালী পারফরম্যান্স যুক্ত একটি বাইক কিনতে চান, তাহলে JH EV Delta R3 হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। তবে কেনার আগে আপনার নিকটস্থ ডিলারের সাথে যোগাযোগ করুন।