Bike Loan

Hyundai Inster EV: ভুলে যান পেট্রোল গাড়ি! এসে গেলো 355 কিমি মাইলেজ সহ হুন্ডাইয়ের চোখধাঁধানো মডেল, দাম মাত্র নামে

Aindrila Dhani

Published on:

hyundai-inster-ev-price

Hyundai Inster EV: আপনি কি নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন? কিন্তু বুঝতে পারছেন না কোন্ গাড়ি কিনবেন? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। এখন পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির তুলনায় ইলেকট্রিক গাড়ির চাহিদা অনেক বেশি। এমনকি ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ি অনেক বিকল্প। এবার হুন্ডাই খুব তাড়াতাড়ি লঞ্চ করবে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি।

   

হুন্ডাই আনতে চলেছে Hyundai Inster EV। এতে আপনারা ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া 64টি রংয়ের এলইডি এম্বিয়ান্ট লাইটিং, ওয়ান টাচ সানরুফ, হিটেড ফ্রন্ট সিট, ADAS ইত্যাদির মতো ফিচার্স রয়েছে। মাইলেজের দিক থেকেও বেশ ভালো এই মডেলটি। সিঙ্গেল চার্জে 350 কিলোমিটারের বেশি পথ যেতে পারে Hyundai Inster EV।

Hyundai Inster EV: রেঞ্জ

সবার প্রথমে আমরা এই ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সম্বন্ধে কথা বলব। কোম্পানি এই গাড়িতে ব্যাটারির দুটি বিকল্প এসেছে। একটি হল 42 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির আর দ্বিতীয়টি হল 49 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির। এই গাড়ির বেস ভ্যারিয়েন্টে 7.1 কিলোওয়াটের ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। যা 97 Ps শক্তি ও 147 Nm টর্ক উৎপাদন করতে পারে। আর‌ টপ ভ্যারিয়েন্টে 84.5 কিলোওয়াটের ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। যা 115 Ps শক্তি ও 147 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। Hyundai Inster EV সিঙ্গেল চার্জে 355 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

Hyundai Inster EV: ফিচার্স

ফিচারের কথা বলতে গেলে, এই ইলেকট্রিক গাড়িতে আপনারা 10.25 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 10.25 ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাটার, ওয়্যারলেস চার্জিং, 64টি রংয়ের এলইডি এম্বিয়েন্ট লাইটিং, ওয়ান টাচ সানরুফ, ব্লাইন্ড স্পট ভিউ মনিটর, ফারবোর্ড কলিজন এভয়ডেন্স অ্যাসিস্ট, ওয়্যারলেস চার্জিং ডক, হিটেড ফ্রন্ট সিট ইত্যাদি পেয়ে যাবেন।

Hyundai Inster EV: দাম

এই ইলেকট্রিক গাড়িটি 2026 সালের শেষের দিকে ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। এর এক্স শোরুম দাম 12 লাখ টাকা রাখতে পারে কোম্পানি।