Bike Loan

Hyundai Grand i10 Nios: বাজেট কম? আর চিন্তা নেই! মধ্যবিত্তের হাতের নাগালে তুফান গাড়ি, প্রতি মাসে 11 হাজারের কিস্তি

Aindrila Dhani

Published on:

hyundai-grand-i10-nios-on-road-price-2024

ভারতীয় বাজারে একাধিক হ্যাচব্যাক আপনারা পেয়ে যাবেন। তবে Hyundai-এর হ্যাচব্যাক অন্যতম জনপ্রিয়। এই কোম্পানির গাড়ির কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। Hyundai-এর একটি জনপ্রিয় প্রিমিয়াম মডেল হল- Hyundai Grand i10 Nios। আজকের প্রতিবেদনে এই গাড়িটির সম্পর্কেই আলোচনা করা হবে।

Hyundai জনপ্রিয় অটোমোবাইল প্রস্তুতকারী সংস্থা। Hyundai Grand i10 Nios-এ শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ফিচার্স ব্যবহার করা হয়েছে। প্রতি লিটারে 21 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে এই গাড়ি।

Hyundai Grand i10 Nios-এর ইঞ্জিন

এই জনপ্রিয় হ্যাচব্যাকে 1.2 লিটারের Kappa Dual VTVT ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 83 bhp শক্তি ও 113 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া এই গাড়িতে আপনারা 1.0 লিটারের Kappa Turbo GDI ইঞ্জিনের বিকল্প পেয়ে যাবেন।

Hyundai Grand i10 Nios-এর মাইলেজ

এই হ্যাচব্যাকে একাধিক ইঞ্জিনের বিকল্পের পাশাপাশি রয়েছে ম্যানুয়াল ও AMT ট্রান্সমিশনের বিকল্প। 1.2 লিটারের Kappa Dual VTVT ইঞ্জিনের ম্যানুয়াল ট্রান্সমিশনের সাহায্যে Hyundai Grand i10 Nios প্রতি লিটারে 20.4 কিলোমিটার মাইলেজ দিতে পারে। আর AMT ট্রান্সমিশনের সাহায্যে প্রতি লিটারে 20.3 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

এছাড়া 1.0 লিটারের Kappa Turbo GDI ইঞ্জিনের ম্যানুয়াল ট্রান্সমিশনের সাহায্যে এই হ্যাচব্যাক প্রতি লিটারে 18.2 কিলোমিটার মাইলেজ দিতে পারে। আর AMT ট্রান্সমিশনের সাহায্যে প্রতি লিটারে 17.2 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Hyundai Grand i10 Nios-এর আধুনিক ফিচার্স

আধুনিক ফিচার্সে পরিপূর্ণ এই হ্যাচব্যাক। এতে 8 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ইলেকট্রিকালি অ্যাডজাস্টেবল ORVM, পুশ বাটন স্টার্ট/স্টপ ও এয়ারব্যাগের সুবিধা রয়েছে।

Hyundai Grand i10 Nios-এর দাম

এই গাড়ির এক্স শোরুম দাম 5.53 লাখ টাকা থেকে শুরু হচ্ছে। Hyundai Grand i10 Nios-এর টপ মডেলের এক্স শোরুম দাম 8.49 লাখ টাকা।

Hyundai Grand i10 Nios-এর ফাইন্যান্স প্ল্যান

আপনারা চাইলে 53 হাজার টাকা ডাউন পেমেন্ট করে এটি কিনতে পারবেন। সেক্ষেত্রে 9.8 শতাংশ সুদের হারে প্রতি মাসে 11 হাজার 714 টাকা করে EMI দিতে হবে।