Bike Loan

Hyundai Creta: মাত্র 6 লাখ টাকায় পাওয়া যাচ্ছে Hyundai Creta! এই সুযোগ হাতছাড়া করলে বড় লস

Aindrila Dhani

Updated on:

hyundai-creta-at-low-price-6-lakh-only-2024

আপনি কি কম্প্যাক্ট SUV কিনতে চাইছেন? কিন্তু বাজারে এত অপশন দেখে বুঝতে পারছেন না কোন্ মডেলটি কিনবেন! তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের প্রতিবেদনে আমরা Hyundai Creta-র সম্পর্কে কথা বলব। কম্প্যাক্ট ডিজাইন আর দুর্দান্ত পারফর্মেন্সের কারণে গ্রাহকরা এটি বেশ পছন্দ করেন।

বর্তমান সময়ে গাড়ির দাম দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। আর তার সাথে পাল্লা দিয়ে গাড়ির প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। অনেকের পক্ষেই বেশি দাম দিয়ে গাড়ি কেনা সম্ভব নয়। তবে আপনারা মাত্র 6.40 লাখ টাকা খরচ করতে পারলেই পেয়ে যাবেন বিখ্যাত কম্প্যাক্ট SUV Hyundai Creta। জেনে নিন বিস্তারিত।

   

Hyundai Creta: ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বিখ্যাত SUV-তে 1482cc-র 4 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 157.57 bhp শক্তি ও 253 Nm টর্ক উৎপাদন করে। এতে অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। এই গাড়িতে 50 লিটারের ফুয়েল ট্যাংক পেয়ে যাবেন। এটি প্রতি লিটারে 18.4 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Hyundai Creta: দাম

কোম্পানির বেস্ট সেলিং SUV-র মধ্যে থেকে অন্যতম হল Hyundai Creta। ভারতীয় বাজারে এই গাড়ির দাম শুরু হচ্ছে 11 লাখ টাকা। আপনারা এটি সর্বোচ্চ 20.15 লাখ টাকার মধ্যে কিনতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি এত টাকা বাজেট না হয়, তাহলেও Hyundai Creta কেনা সম্ভব।

Hyundai Creta: নতুন ডিল

এখন অনেকেই সেকেন্ড হ্যান্ড মডেল কেনা শুরু করেছেন। আপনারা অনলাইন ওয়েবসাইট থেকে Hyundai Creta-র পুরনো সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে পারবেন। সম্প্রতি Cardekho ওয়েবসাইটে এই গাড়ির 2017 সালের মডেল বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এটি একটি ডিজেল ইঞ্জিন মডেল। এতে ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এই সাদা রংয়ের SUV এখনও পর্যন্ত 50 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। এটি আপনারা 6.40 লাখ টাকায় কিনতে পারবেন।

এছাড়া 2016 সালের Hyundai Creta-র মডেল Carwale ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। এটি 71 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। বেশ ভালোভাবেই মেইনটেইন করে রাখা হয়েছে এই মডেলটি। এটি আপনারা 7.85 লাখ টাকায় কিনতে পারবেন।

গাড়ি কেনার আগে অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন। এই প্রতিবেদন অনলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। আমাদের ওয়েবসাইট এর সত্যতা বিচার করেনি।