Bike Loan

Hybrid Electric Cycle: জলের দরে ই-সাইকেল! দাম মাত্র 21 হাজার টাকা, পেট্রোলের খরচ থেকে নিমেষে মুক্তি

Aindrila Dhani

Published on:

hybrid-electric-cycle

Hybrid Electric Cycle: আজ আমরা আপনাদের একটি ইউনিক ইলেকট্রিক সাইকেলের সম্পর্কে জানাবো। এর লুক সম্পূর্ণ আলাদা ধরনের। এছাড়া এই ইলেকট্রিক সাইকেলে রয়েছে দুর্দান্ত ফিচার্সের সুবিধা। মূলত ফিচার্সের কারনেই এই ইলেকট্রিক সাইকেলটি জনপ্রিয়তা লাভ করেছে।

আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Hybrid Electric Cycle-এর সম্পর্কে। এটি সিঙ্গেল চার্জে 80 কিলোমিটার মতো রেঞ্জ দিতে সক্ষম। এছাড়া এই মডেলে প্রয়োজনীয় ফিচারের ব্যবস্থা রেখেছে কোম্পানি। খুব শীঘ্রই এটি ভারতীয় বাজারে পেশ করা হবে।‌ দাম যতটা সম্ভব কম রাখার চেষ্টা করেছে কোম্পানি।

   

Hybrid Electric Cycle: ফিচার্স

সবার প্রথমে আমরা Hybrid Electric Cycle-এর ফিচার্স সম্পর্কে কথা বলে নেব। এই ইউনিক ইলেকট্রিক সাইকেলে বড় ব্যাটারী প্যাকে পাশাপাশি ফাস্ট চার্জিংয়ের জন্য ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল স্পিডোমিটার, লো লাইট ভিজিবিলিটি, সম্পূর্ণ অ্যাডজাস্টেবল সিট পেয়ে যাবেন। এছাড়া এই মডেলে রয়েছে এলইডি হেড লাইটের সুবিধা।

Hybrid Electric Cycle: রেঞ্জ

আমরা যদি এই ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি প্যাক সম্বন্ধে কথা বলি, এতে আপনারা 7.5 Ah ক্যাপাসিটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। এছাড়া এই মডেলে 15.1 Ah ক্যাপাসিটির বড় ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এই দুটি ব্যাটারি সিঙ্গেল চার্জে যথাক্রমে 40 কিলোমিটার ও 50 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

Hybrid Electric Cycle: দাম

দামের কথা বলতে গেলে, এই মডেলটি এখনও পর্যন্ত কিন্তু ভারতীয় বাজারের লঞ্চ হয়নি। তাই এর সঠিক দাম সম্পর্কে আমরা জানতে পারিনি। কিন্তু অনলাইন রিপোর্ট অনুযায়ী, এই ইলেকট্রিক সাইকেলটির বেস ভ্যারিয়েন্টের দাম 21 হাজার টাকা থেকে 24 হাজার টাকার মধ্যে হতে পারে। অপরদিকে বড় ব্যাটারি প্যাক যুক্ত টপ ভ্যারিয়েন্টের দাম 31 হাজার টাকার আশেপাশে হতে পারে। অন্যান্য ইলেকট্রিক সাইকেলের তুলনায় এই মডেলটির দাম যথেষ্ট কম রাখার চেষ্টা করেছে কোম্পানি।