Bike Loan

Honda X-Blade: স্টাইলিশ লুক সহ অফুরন্ত ফিচার! হোন্ডার বাইকে ফিদা সবাই, দেখে নিন দাম

Aindrila Dhani

Published on:

honda-x-blade-price-and-features

স্পোর্টি ও স্টাইলিশ কমিউটার বাইক হিসেবে 2018 সালে ভারতীয় বাজারে লঞ্চ হয় Honda X-Blade। এই বাইক বেসিক কমিউটার আর পারফর্মেন্স ভিত্তিক মডেলের মাঝের পার্থক্য কমাতে চেয়েছে। প্রাত্যহিক জীবনে ব্যবহারের জন্য দুর্দান্ত একটি মডেল এটি। বিস্তারিত জেনে নেওয়া যাক।

   

Honda X-Blade-এর ডিজাইন

বোল্ড ও ইউনিক নক্সা করা হয়েছে এই বাইকে।‌ এর লুক অন্যান্য কমিউটার বাইকের থেকে পৃথক। Honda X-Blade শার্প লাইন, অ্যাঙ্গুলার ফেইরিং আর জিওমেট্রিক ডিজাইনের হেডল্যাম্পের কারণে ‘রোবো-ফেস’ ডাকনাম পেয়েছে। ডিজাইনের কারণে ভিড়ের মাঝেও সবার চোখ এই বাইকের দিকেই থাকবে।

Honda X-Blade-এর ইঞ্জিন ও পারফরম্যান্স

Honda X-Blade-এ স্পোর্টি লুক থাকলেও কমিউটার বাইকের বিশেষত্ব হারায়নি।‌ এই বাইকে 162.71cc-র এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 13.8 Ps শক্তি ও 14.7 Nm টর্ক উৎপাদন করে। এর ভালো পারফরম্যান্স ও ফুয়েল এফিসিয়েন্সির কারণে শহরের ভিড় রাস্তার পাশাপাশি হাইওয়েতেও চালানো যাবে। যাত্রী ও চালক যাতে আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারেন তাই Honda X-Blade-এ টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক আর রেয়ার মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে।

Honda X-Blade-এর ফিচার্স

এই বাইকে LED হেডল্যাম্প, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, হ্যাজার্ড লাইট ফাংশন দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে রেয়ার ডিস্ক ব্রেক ও সেল্ফ স্টার্ট ফিচার যুক্ত করা হয়েছে।

Honda X-Blade-এর প্রতিদ্বন্দ্বী

160cc সেগমেন্টে Yamaha FZ-S, Suzuki Gixxer ও Bajaj Pulsar NS160-র মতো বাইকের সাথে Honda X-Blade-এর প্রতিযোগিতা।

বর্তমানে Honda X-Blade আর প্রডিউস করা হয় না। কিন্তু ভারতীয় মোটরসাইকেল মার্কেটে এই বাইকের জনপ্রিয়তা আজও বজায় রয়েছে। এর ইউনিক ডিজাইন ও প্রয়োজনীয় ফিচার্স রাইডারদের মন জিতে নিয়েছিল। এই বাইকের দাম 1.15 লক্ষ টাকা।