Bike Loan

Honda Vario 160: বাজারের সেরা স্কুটি নিয়ে হাজির হোন্ডা! চেহারায় মুগ্ধ করবে যুবকদের, বাইকের থেকেও শক্তিশালী

Aindrila Dhani

Published on:

honda-vario-160-scooty-price

Honda Vario 160: দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা Honda শীঘ্রই ভারতীয় বাজারে আরেকটি নতুন স্কুটার লঞ্চ করতে চলেছে। যার নাম Honda Vario 160। ইতিমধ্যে ইন্দোনেশিয়ার বাজারে এই স্কুটার লঞ্চ করেছে Honda কোম্পানি। এখন ভারতের বাজারে এই স্কুটার লঞ্চ করার প্ল্যান করছে কোম্পানি। কোম্পানি এই স্কুটারটিকে 160cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ বাজারে আনবে।

Honda Vario 160-তে আপনারা দুর্দান্ত ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে 18 লিটারের বুটস্পেস রয়েছে। এই বাইক প্রতি লিটারে 47 কিলোমিটার মাইলেজ দিতে পারে। আপনার বাজেট 1.5 লাখ টাকা হলে আপনি সহজেই এটি কিনতে পারবেন।

Honda Vario 160: ইঞ্জিন

এই স্কুটারে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনি 160cc-র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 15 Ps শক্তি ও 13.4 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম।‌ Honda Vario 160 প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Honda Vario 160 স্কুটারের মাইলেজ

পেট্রোলের উর্ধ্বমুখী দামের কারণে স্কুটার চালাতে অনেকেই ভয় পাচ্ছেন। কিন্তু বেশি মাইলেজের স্কুটার কিনলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে। গ্রাহকদের সুবিধার জন্য Honda Vario 160-তে দুর্দান্ত মাইলেজ ক্যাপাসিটি দিয়েছে কোম্পানি। প্রতি লিটারে 46.9 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই স্কুটার।

Honda Vario 160 স্কুটারের ফিচার্স

Honda Vario 160-র ফিচারের সম্বন্ধে বলতে গেলে, এই স্কুটারে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল পেয়ে যাবেন। এছাড়া স্ট্যান্ডার্ড USB চার্জিং সাপোর্ট, 18 লিটারের বুটস্পেস আর সুরক্ষার জন্য ডিস্ক ব্রেক রয়েছে। এই স্কুটারের মিটার কনসোলে ফিউল লেভেল, স্পিড, মাইলেজের মতো প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন।

Honda Vario 160 স্কুটারের দাম

Honda Vario 160-র দামের কথা বলতে গেলে, কোম্পানি এই মডেলটির দাম সম্পর্কে কোন তথ্য ঘোষণা করেনি। তবে রিপোর্ট অনুযায়ী, এর এক্স শোরুম দাম 1.3 লাখ টাকা হতে পারে।