Bike Loan

Honda U Go Electric Scooter: এবার পূরণ হবে গরিবের স্বপ্ন, দাম মাত্র 60 হাজার টাকা! এক চার্জেই ছুটবে মাইলের পর মাইল

Aindrila Dhani

Published on:

Honda U Go Electric Scooter: আপনার কি এই মুহূর্তে টু-হুইলারের প্রয়োজন? কিন্তু খুব একটা বেশি বাজেট নেই! প্রতি মাসে পেট্রোলের জন্য অতিরিক্ত টাকা খরচ করতেও পারবেন না! আপনার এই সব সমস্যার সমাধান হয়ে যাবে এক চুটকিতে। 60 হাজার টাকার মধ্যে চলে এসেছে হোন্ডার নতুন ইলেকট্রিক স্কুটার।

এই প্রতিবেদনে আমরা কথা বলছি Honda U Go Electric Scooter-এর সম্পর্কে। এটি সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। অল্প দামে বাজারে পেশ করা হয়েছে এটি। সিঙ্গেল চার্জে 160 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একদম উপযুক্ত এই ইলেকট্রিক স্কুটার।

   

Honda U Go Electric Scooter: লুক

সবার প্রথমে এই মডেলটির ডিজাইন সম্পর্কে আমরা কথা বলব। হোন্ডার এই ইলেকট্রিক স্কুটারটির ডিজাইন বেশ‌ ফিউচারিস্টিক। এতে সামনের দিকে এলইডি হেডলাইট দেওয়া হয়েছে। এছাড়া স্লিক ও আরামদায়ক সিটের ব্যবহার করেছে কোম্পানি।

Honda U Go Electric Scooter: মোটর

এই ইলেকট্রিক স্কুটারে বড় ও শক্তিশালী ব্যাটারির ব্যবহার করেছে কোম্পানি। এটি সিঙ্গেল চার্জে 140 কিলোমিটার থেকে 160 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এছাড়া Honda U Go Electric Scooter-এ 800 ওয়াটের শক্তিশালী ইলেকট্রিক মোটরের ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে স্কুটারটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 66 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Honda U Go Electric Scooter: ফিচার্স

ফিচারের কথা বলতে গেলে, Honda U Go Electric Scooter-এ আপনারা মডার্ণ ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে ইউএসবি চার্জিং পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল স্পিডোমিটার, সামনের চাকায় ডিস্ক ব্রেক, পিছনের চাকায় ড্রাম ব্রেক, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি রয়েছে।

Honda U Go Electric Scooter: দাম

এই ইলেকট্রিক স্কুটারটি বেশ কম দামে উপলব্ধ করা হয়েছে।‌ 160 কিলোমিটার দীর্ঘ রেঞ্জ সহ Honda U Go Electric Scooter আপনারা মাত্র 60 হাজার টাকার প্রারম্ভিক এক্স শোরুম দামে কিনতে পারবেন। এর টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 80 হাজার টাকার আশেপাশে।