Bike Loan

নামি দামি বাইকের খেল খতম করতে চোখ ধাঁধানো ফিচারে Honda SP 160

Aindrila Dhani

Published on:

honda-sp-160-price

বর্তমান সময়ে একের পর এক নতুন মডেল লঞ্চ হয়েই চলেছে। ভারতীয় টু-হুইলার মার্কেটের তো এখন রমরমা বাজার। এবার Honda Motors নিয়ে এসেছে তাদের নতুন মডেল। দুর্দান্ত কোয়ালিটির এই টু-হুইলার ম্যানুফ্যাকচারিং করে ভারতীয় বাজারে লঞ্চ করবে কোম্পানি। নতুন আপডেট সহ খুব শীঘ্রই আসতে চলেছে Honda SP 160।

Honda Motors বহু বছর ধরে ভারতে ব্যবসা করছে। এই কোম্পানি এখনও পর্যন্ত বেশকিছু দুর্দান্ত মডেল ভারতে লঞ্চ করেছে। এবার পালা Honda SP 160-র নতুন আপডেটেড মডেলের। চোখ ধাঁধানো পারফরম্যান্স সহ খুব শীঘ্রই ভারতের রাস্তায় ছুটবে এই বাইক। জেনে নিন বিস্তারিত।

Honda SP 160 মডেলের ইঞ্জিন

এই বাইকে 162.71cc-র BS6, টুইন সিলিন্ডার সহ শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 13.27 bsp শক্তি ও 14.58 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে থাকছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। প্রতি লিটারে অন রোড 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে Honda SP 160। এই বাইকের কার্ব ওয়েট 141 কেজি।

Honda SP 160 বাইকের ফিচার্স

Honda SP 160 তে দারুন কিছু ফিচারের ব্যবহার করা হয়েছে। এই বাইকে এডভান্স টেকনোলজি প্রয়োগ করা হয়েছে। এতে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, LED হেডলাইট, LED টেইল লাইট, সেলফ স্টার্ট ও সাইড স্ট্যান্ড ইঞ্জিনের মতো ফিচার রয়েছে। এছাড়া এই বাইকে টিউবলেস টায়ার, অ্যালয় হুইল আর LED কাট-অফের সুবিধা রয়েছে। সবমিলিয়ে আপনারা দারুন রাইডিং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

Honda SP 160 বাইকের দাম

বর্তমানে Honda SP 160-র এক্স শোরুম মূল্য 1.18 লাখ টাকা। আর এই মডেলের টপ ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 1.22 লাখ টাকা। আপনারা যদি এই বাইক কিনতে চান নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে পারেন।