Bike Loan

Honda SP 125: দেশের সবথেকে সস্তার বাইক! দাম মাত্র 85 হাজার, ছুটবে 65 কিমি

Aindrila Dhani

Published on:

honda-sp-125-price

ভারতীয় মার্কেটে টু-হুইলারের চাহিদা চোখে পড়ার মতো। আপনারা বিভিন্ন ধরনের মডেল ভারতের রাস্তায় দেখতে পেয়ে যাবেন। এখন 125cc সেগমেন্টের বাইকের প্রতি গ্রাহকদের চাহিদা বেড়েছে। তাই বিভিন্ন কোম্পানি এই সেগমেন্টে তাদের মডেল লঞ্চ করছে। আজকের প্রতিবেদনে আমরা Honda -র বিখ্যাত একটি মডেলের সম্পর্কে কথা বলব।

   

লঞ্চ হওয়ার পর থেকেই Honda SP 125 মডেলের প্রতি গ্রাহকদের ভালোবাসা উপচে পড়েছে। আজকাল তো এই মডেলটির বিক্রি অনেকটাই বেড়ে গেছে। আগেই বলেছি 125cc সেগমেন্ট এখন ডিমান্ডে চলছে। এই বাইকে একাধিক আধুনিক ফিচার পেয়ে যাবেন আপনারা। আর এর দামও কিন্তু খুব একটা বেশি নয়।

Honda SP 125: ইঞ্জিন ও পারফরম্যান্স

Honda SP 125 বাইকে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এতে আপনারা 123.94cc-র এয়ার কুল্ড 2 ভালভ সহ দুর্দান্ত ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিন 7,500 rpm-এ 10.8 PS শক্তি ও 6,000 rpm-এ 10.9 Nm টর্ক উৎপাদন করে। এই মডেলটি প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এর রাইডিং রেঞ্জ 728 কিলোমিটার।

প্রতি ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার বেগে ছুটতে পারে Honda SP 125। এই বাইকে ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এতে রয়েছে 50 মিলিমিটারের বোর আর 63.1 মিলিমিটারের স্ট্রোক। এর কম্প্রেশন রেশিও 10.0:1। এই বাইকে রয়েছে মাল্টিপ্লেট ওয়েট ক্লাচ। Honda SP 125-র ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11.2 লিটার। এছাড়া এতে রয়েছে 1.76 লিটারের রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি।

Honda SP 125: সাসপেনশন, ব্রেক ও ফিচার্স

এই বাইকে আপনারা বেশ কিছু আধুনিক ফিচার পেয়ে যাবেন। যেমন- গিয়ার পজিশন ইন্দিকেটর, ইকো ইন্ডিকেটর, সাইলেন্ট স্টার্ট উইথ ACG ইত্যাদি। এছাড়া এতে কম্বি ব্রেকিং সিস্টেম রয়েছে। সামনের ও পিছনের চাকায় সেফটির জন্য ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। Honda SP 125 বাইকে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন আর হাইড্রোলিক রেয়ার সাসপেনশন রয়েছে। এছাড়া এই মডেলে 18 ইঞ্চির অ্যালয় হুইল পেয়ে যাবেন।

Honda SP 125 বাইকের দাম

এই বাইকে 3 বছর অথবা 42 হাজার কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি রয়েছে। Honda SP 125 বাইকের দাম 85 হাজার 131 টাকা থেকে 89 হাজার 131 টাকার মধ্যে।