হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া তাদের অভূতপূর্ব বিক্রির সম্বন্ধে ঘোষণা করেছে। তারা জানিয়েছে, পূর্ব ভারতে Shine 125 আর SP 125 – মডেল দুটি 30 লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে। বর্তমানে 125cc সেগমেন্টের রমরমা চলছে ভারতে। 100cc কমিউটার বাইক থেকে 125cc মোটরসাইকেলের দিকে বাজার অগ্রসর করেছে। বর্তমানে 125cc সেগমেন্টে রাজত্ব করছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে এই কোম্পানি এখন রমরমিয়ে ব্যবসা করছে।
হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া জানিয়েছে, 2024 অর্থবর্ষে তারা মার্কেটের 41.5 শতাংশ অংশীদারিত্ব গ্রহণ করতে পেরেছিল। মোট বিক্রির 35 শতাংশে বিহারের অবদান সব থেকে বেশি। Shine 125 আর SP 125 বিহারে 11.55 লাখ ইউনিট বিক্রি হয়েছে। কোম্পানির মতে, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে এই ব্র্যান্ডের 1 হাজার 100 টির বেশি বিক্রয় ও পরিষেবার টাচ পয়েন্ট রয়েছে। এই অঞ্চলে গত 5 বছরে SP 125-এর বিক্রির পরিমাণ দ্বিগুনের বেশি হয়েছে।
2024 অর্থবর্ষে SP 125 আর Shine 125 মডেল দুটি 13 লাখ 7 হাজার 301 ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ বিক্রির পরিমাণ 8 শতাংশ বৃদ্ধি পেয়েছিল। চলতি বছরের এপ্রিল মাস ছিল 2025 অর্থবর্ষের প্রথম মাস। এই মাসেই 1 লাখ 21 হাজার 338 ইউনিট বাইক ডিলারদের পাঠানো হয়েছে। 2023-এর এপ্রিল মাসে ডিলারদের 89 হাজার 261 ইউনিট বাইক পাঠানো হয়েছিল। অর্থাৎ চলতি অর্থবর্ষে ডিলারদের কাছে বাইক পাঠানোর পরিমাণ 36 শতাংশ বৃদ্ধি পেয়েছে।