Bike Loan

Honda Shine 125: ফের নতুন রুপে হোন্ডার জনপ্রিয় বাইক, দামের তুলনায় ফিচার বেশি! মাইলেজ শুনলে হুশ উড়বে সবার

Aindrila Dhani

Published on:

honda-shine-125-bike-mileage

Honda Shine 125: হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া পূর্ব ভারতে Shine 125 30 লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে। বর্তমানে 125cc সেগমেন্টের রমরমা চলছে ভারতে। 100cc কমিউটার বাইক থেকে 125cc মোটরসাইকেলের দিকে বাজার অগ্রসর করেছে। বর্তমানে 125cc সেগমেন্টে রাজত্ব করছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে এই কোম্পানি এখন রমরমিয়ে ব্যবসা করছে।

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া জানিয়েছে, 2024 অর্থবর্ষে তারা মার্কেটের 41.5 শতাংশ অংশীদারিত্ব গ্রহণ করতে পেরেছিল। মোট বিক্রির 35 শতাংশে বিহারের অবদান সব থেকে বেশি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে এই ব্র্যান্ডের 1 হাজার 100 টির বেশি বিক্রয় ও পরিষেবার টাচ পয়েন্ট রয়েছে। এই সেগমেন্টে Honda Shine 125 রমরমিয়ে বিক্রি হচ্ছে। আপনি যদি নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই মডেলটির সম্পর্কে বিস্তারিত জেনে রাখুন।

   

Honda Shine 125: ফিচার্স

সবার প্রথমে আমরা এই বাইকের পিতার সম্বন্ধে কথা বলব। এই বাইকে বেশ কিছু আপডেটেড ফিচারের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, আরামদায়ক সিট, সেল্ফ স্টার্ট বাটন আর ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। কোম্পানি এই বাইকে এলইডি লাইটিংয়ের ব্যবহার করেছে। যার ফলে এর লুক অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

Honda Shine 125: মাইলেজ

125cc-র শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে এই মডেলে। এটি বেশ ভালো পাওয়ার ও টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনের সাথে 4 স্পিড গিয়ারবক্স যুক্ত রয়েছে। প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে Honda Shine 125।

Honda Shine 125: দাম

2024 সালে Honda Shine 125 কিনতে গেলে আপনার মোটামুটি 1.25 লাখ টাকা খরচ হতে পারে।