Bike Loan

Honda PCX 125: চোখে পড়ার মতো চেহারা, দৌড়বে ঝড়ের গতিতে! কম দামে প্রিমিয়াম লুক, দামও হাতের নাগালে

Aindrila Dhani

Published on:

honda-pcx-125-scooty

Honda PCX 125 : টু-হুইলার সেগমেন্টে বাইকের পাশাপাশি স্কুটারের চাহিদাও বেড়েছে। এই সেগমেন্টের বিখ্যাত কোম্পানি হল হোন্ডা। এই কোম্পানি শীঘ্রই তাদের নতুন স্কুটার মার্কেটে আনতে চলেছে। এবার ভারতের রাস্তায় দেখা যাবে Honda PCX 125-কে।

এই স্কুটারে আপনারা দুর্দান্ত ফিচারের পাশাপাশি পেয়ে যাবেন শক্তিশালী ইঞ্জিন। এছাড়া বেশ ভালো মাইলেজ দেওয়ার ক্ষমতা রয়েছে এই মডেলে। আপনিও যদি নিজের জন্য নতুন স্কুটার কেনার কথা ভেবে থাকেন তাহলে Honda PCX 125 সম্পর্কে জেনে রাখতে পারেন। এতে থাকছে স্মার্ট নেভিগেশনের সুবিধা। প্রতি লিটারে 50 কিলোমিটার মতো মাইলেজ দেবে এটি।

   

Honda PCX 125: ইঞ্জিন

এই স্কুটারে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা 125cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাবেন। এছাড়া Honda PCX 125 বেশ ভালো মাইলেজ দিতে। ফলে আপনাদের টাকা খানিকটা সাশ্রয় হবে। প্রতি লিটারে এই স্কুটার 50 কিলোমিটার মতো মাইলেজ দিতে সক্ষম।

Honda PCX 125: ফিচার্স

এই স্কুটারের ফিচার সম্বন্ধে বলতে গেলে, এতে কোম্পানি এডভান্স টেকনোলজির ব্যবহার করেছে। Honda PCX 125-এ আপনারা স্মার্ট নেভিগেশন, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম সিস্টেম, স্টার্ট স্টপ বাটন, এলইডি লাইট সহ বেশ কিছু ফিচার পেয়ে যাবেন। এছাড়া এতে আরামদায়ক সিটের ব্যবহার করা হয়েছে। যার ফলে আপনারা লম্বা সফরে আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন।

Honda PCX 125: দাম

এই স্কুটার 2025 সালের প্রথম দিকেই লঞ্চ হতে পারে। Honda PCX 125-এর সম্ভাব্য দাম 1 লাখ টাকা পর্যন্ত।