Bike Loan

Honda NX500 বনাম Royal Enfield Himalayan 450! দুই বাইকের দামে ফারাক কত? খুঁটিনাটি তুলনা দেখে নিন

Aindrila Dhani

Published on:

honda-nx500-vs-royal-enfield-himalayan-450

আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? কিন্তু বুঝতে পারছেন না Honda NX500 কিনবেন নাকি Royal Enfield Himalayan 450! তাহলে আজকের প্রতিবেদন আপনাকে খানিকটা সাহায্য করবে‌। শুরু করা যাক প্রতিবেদনটি।

   

Honda NX500 VS Royal Enfield Himalayan 450

ইঞ্জিন: Honda NX500 মডেলে 471 cc লিকুইড কুল্ড টুইন সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 8,600 rpm -এ 46.9 bhp ও 6,500 rpm-এ 43 Nm টর্ক উৎপাদন করে। Royal Enfield Himalayan 450-এ 452cc লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 8,000 rpm-এ 39.75 bhp ও 5,500 rpm-এ 40 Nm টর্ক উৎপাদন করে। এই দুটি বাইকেই 6 স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে।

বোর ও স্ট্রোক: Honda NX500-এ 67 mm বোর ও 66.8 mm স্ট্রোক আছে। অপরদিকে Royal Enfield Himalayan 450 -এ 84 mm বোর ও 81.5 mm স্ট্রোক আছে।

কম্প্রেশন রেশিও: Honda NX500 এর কম্প্রেশন রেশিও 10.7:1 আর Royal Enfield Himalayan 450 এর কম্প্রেশন রেশিও 11.5:1।

ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি: Honda NX500 -এ 17.5 লিটার ফুয়েল রাখা যায়। আর Royal Enfield Himalayan 450 -এ 17 লিটার ফুয়েল রাখা যায়।

রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি: Honda NX500 -এ 2.6 লিটার রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি রয়েছে। অপরদিকে Royal Enfield Himalayan 450 -এ 3.4 লিটার রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি রয়েছে।

সাসপেনশন: Honda NX500 এর সামনে 41 মিলিমিটারের USD ফোর্ক আর পিছনে প্রো লিঙ্ক মনোশক সাসপেনশন রয়েছে। আর Royal Enfield Himalayan 450 এর সামনে 43 মিলিমিটারের USD ফোর্ক আর পিছনে লিঙ্কেজ মনোশক সাসপেনশন রয়েছে।

ব্রেকিং সিস্টেম: Honda NX500 ও Royal Enfield Himalayan 450 -এ ডুয়াল চ্যানেল ABS রয়েছে। Honda NX500 এর সামনে 296 mm ডিস্ক ব্রেক আর পিছনে 240 mm ডিস্ক ব্রেক রয়েছে। অপরদিকে Royal Enfield Himalayan 450 এর সামনে 320 mm ডিস্ক ব্রেক আর পিছনে 270 mm ডিস্ক ব্রেক রয়েছে।

হুইল: Honda NX500 -এ অ্যালয় হুইল আর Royal Enfield Himalayan 450 -এ স্পোক হুইল রয়েছে। Honda NX500 এর সামনে 19 ইঞ্চির আর পিছনে 17 ইঞ্চির চাকা রয়েছে। Royal Enfield Himalayan 450 এর সামনে 21 ইঞ্চির চাকা আর পিছনে 17 ইঞ্চির চাকা রয়েছে।

টায়ার: Honda NX500 -এ 110/80 টিউবলেস টায়ার আর পিছনে 160/60 টিউবলেস টায়ার রয়েছে। Royal Enfield Himalayan 450 এর সামনে 90/90 টিউবলেস টায়ার আর পিছনে 140/80 টিউবেলস টায়ার রয়েছে।

ডাইমেনশন: Honda NX500 এর সিটের হাইট 830 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm, দৈর্ঘ্য 2165 mm, প্রস্থ 830 mm আর উচ্চতা 1415 mm। অপরদিকে Royal Enfield Himalayan 450 এর সিটের হাইট 825 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 230 mm, দৈর্ঘ্য 2245 mm, প্রস্থ 852 mm আর উচ্চতা 1316 mm।

দাম: Honda NX500 এর এক্স শোরুম দাম 5.90 লাখ টাকা আর Royal Enfield Himalayan 450 এর এক্স শোরুম দাম 2.85 লাখ টাকা।