বর্তমান সময়ে ইলেকট্রিক গাড়ির চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই সব মডেল অনেকেরই বাজেটের বাইরে। এবার আপনাদের অবাক করতে চলে এসেছে অদ্ভুত আকৃতির ইলেকট্রিক স্কুটার। শহরের মধ্যে ঘোরার জন্য একদম উপযুক্ত এই মডেল। জেনে নিন বিস্তারিত।
কে বলেছে ইলেকট্রিক স্কুটারের দাম বেশি? এবার সাধারণ মানুষের বাজেটে চলে এসেছে অসাধারণ একটি ইলেকট্রিক স্কুটার। সম্প্রতি Honda নিয়ে এসেছে অদ্ভুত আকৃতির এই ইলেকট্রিক স্কুটার। কলেজ ক্যাম্পাস ও শহরের মধ্যে ঘোরার জন্য উপযুক্ত এটি। এই Motocompacto-র আকৃতি কিউট সুটকেসের মতো। এই সুটকেসে বসে আপনারা ক্ষুদ্র ভ্রমণ উপভোগ করতে পারবেন। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 15 মাইল বেগে যেতে পারে। এছাড়া একবার সম্পূর্ণ চার্জে 12 মাইল রেঞ্জ দিতে পারবে।
এই মডেলটি মাত্র 7 সেকেন্ডে 0 থেকে 15 মাইল/ঘন্টার স্পিড তুলতে পারে। এতে চার্জিং কর্ড ও অন্যান্য জিনিস রাখার জন্য স্টোরেজ রয়েছে। এটি 1980-র দশকের Motocompo-র সফলতার পর লঞ্চ করা হচ্ছে। এটি Honda-র সবথেকে বেশি চমকপ্রদ মডেল। এই ইলেকট্রিক স্কুটারের দিকে একবার তাকালে আর চোখ ফেরাতে পারবেন না।
Honda Motocompacto-র হ্যান্ডেলবার, সিট ও পিছনের চাকা সমস্তটাই গুটিয়ে একটি সুটকেসের আকার ধারণ করে। এর ফলে ব্যবহারকারীরা পাবলিক ট্রান্সপোর্টেও এটি নিয়ে যেতে পারবেন। এটি নিয়ে যাওয়ার জন্য হ্যান্ডেল রয়েছে। এর ওজন 41.3 পাউন্ড। এই মডেলটি আপনারা বড়ো গাড়ির ব্যাটারি প্যাক ব্যবহার করে চার্জ করতে পারবেন। Honda এই ইলেকট্রিক স্কুটারের সাথে ব্র্যান্ডেড অ্যাক্সেসরি, যেমন- ব্যাকপ্যাক, হেলমেট ইত্যাদি দেওয়ার কথা ভাবছে। এর দাম 995 ডলার (ইন্ডিয়ান টাকাতে প্রায় 83000 টাকা)।