Bike Loan

Honda Monkey Star Wars: ছোট প্যাকেট বড় ধামাকা! চেহারা যেন ছোট হাল্ক, দেখে নিন ফিচারস

Aindrila Dhani

Published on:

honda-monkey-star-wars-unveiled-at-bangkok

Honda ভারতের একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি।‌ সম্প্রতি এই কোম্পানি ব্যাংককে অনুষ্ঠিত একটি ইন্টারন্যাশনাল মোটর শো -তে অংশগ্রহণ করেছিল। এই অনুষ্ঠানে নিজেদের মিনি রেট্রো বাইক Honda Monkey-র নতুন এডিশন সকলের সামনে প্রদর্শন করেছে এই জাপানি কোম্পানি। জেনে নিন বিস্তারিত।

Honda Monkey নামটি অদ্ভুত শোনালেও, মডেলটি কিন্তু দারুন। এতে আপনারা দু’টি রঙের অপশন পেয়ে যাবেন- লাইট সাইড মাঙ্কি আর ডার্ক সাইড মাঙ্কি। এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে ব্ল্যাক আউট থিমের ব্যবহার করা হয়েছে। এটি ডার্ক লুকের সাথে দারুন মানিয়েছে। এছাড়া এতে ব্লু সাইড কভার ও হ্যান্ডেলবার গ্রিপ্স্ দেওয়া হয়েছে। ফুয়েল ট্যাঙ্কে হোয়াইট আর গ্রে কম্বিনেশনের ডুয়াল টোন রাখা হয়েছে।

Honda Monkey Star Wars এডিশনের ইঞ্জিন

এই‌ Star Wars এডিশনের বাইকে 125cc ইঞ্জিন দেওয়া হয়েছে। যা সর্বাধিক 9.2 bhp শক্তি ও 11 Nm টর্ক উৎপাদন করে। এই মডেলে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে। প্রতি লিটারে 70.5 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম Honda Monkey Star Wars। এর দুই চাকাতেই ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। আর সামনের চাকায় ABS দেওয়া হয়েছে।

Honda Monkey Star Wars এডিশনে কমপ্লিমেন্টরি LED লাইট বক্স, LED লাইট ল্যাম্প, স্টার ওয়ার্স পাইলট জ্যাকেট আর কী-চেইন দিচ্ছে কোম্পানি। এটি একটি লিমিটেড এডিশন মডেল। মাত্র 150 ইউনিট Honda Monkey Star Wars এডিশন নির্মাণ করা হবে। 2024 সালের 7 ই এপ্রিল লাইভ মোটর শো-তে হোন্ডার এই এডিশনের নিলাম করা হবে। গোটা দেশের বাইক প্রেমীরা এই নিলামে অংশগ্রহণ করবেন। 27 শে মার্চ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারাও অংশগ্রহণ করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।