Bike Loan

Bajaj Pulsar কে করা টক্কর! 184cc ইঞ্জিন এর সাথে Honda লঞ্চ করলো Hornet 2.0, মাত্র 7364 টাকা মাসিক কিস্তিতে ফেলুন কিনে

Aindrila Dhani

Updated on:

Honda Hornet 2.0

Honda Hornet 2.0: Honda এমন একটি কোম্পানি, যার বাইক ভারতের পাশাপাশি বিশ্বের বহু দেশের মানুষ পছন্দ করেন। এই প্রসিদ্ধি এক বা দুই দিনে আসেনি, বছরের পর বছর ধরে ভালো পরিষেবা দেওয়ার কারণেই এই খ্যাতি পেয়েছে Honda। এর মধ্যেই Honda নিয়ে এসেছে নতুন একটি মডেল। ভারতীয় মার্কেটে পেশ করেছে Honda Hornet 2.0। এই বাইকে আপনারা আকর্ষণীয় লুক পেয়ে যাবেন। তবে কেবলমাত্র লুকের জন্য নয় এই বাইক আপনাদের আকর্ষণ করবে ফিচারস আর মাইলেজ এর কারণে। Honda Hornet 2.0 তার ফিচার আর মাইলেজ দিয়ে টক্কর দিতে পারবে Bajaj Pulsar কেও। লঞ্চ হওয়ার পর গ্রাহকরা এই বাইকটিকেও বেশ পছন্দ করছে। জেনে নিন Honda Hornet 2.0 বাইকটির সম্পর্কে।

Honda Hornet 2.0 বাইকে রয়েছে শক্তিশালী ইঞ্জিন!

Honda Hornet 2.0 মোটরসাইকেলে 184 cc র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন সর্বোচ্চ 17.26 bhp শক্তি ও 16 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এই বাইকের সামনে ও পেছনে ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া এই বাইক প্রতি লিটারে প্রায় 57.35 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া Honda Hornet 2.0 বাইকটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 120 কিলোমিটার।

Honda Hornet 2.0 বাইকের দুর্দান্ত ফিচারস

Honda -র এই নতুন বাইকে বেশ কিছু দুর্দান্ত আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। এই বাইকে আপনারা One touch self start, হ্যালোজেন ল্যাম্প, এলার্ম, ডিজিটাল স্পিডোমিটার, টেকোমিটার, ওডোমিটার, নেভিগেশন, বুট স্পেস, LED লাইট ল্যাম্প, টাইমার ঘড়ি, টিউবলেস টায়ার, Metal alloy wheels আর ডিজিটাল ইন্ডিকেটর এর মত বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। এটি আপনারা একাধিক রংয়ের ভেরিয়েন্টেও পেয়ে যাবেন।

Honda Hornet 2.0 বাইকের দাম

যেকোনো বাইক কিনতে গেলে সবার প্রথমে বাজেটের মধ্যে হওয়া দরকার। Honda Hornet 2.0 বাইকটির এক্স শোরুম মূল্য 1 লাখ 40 হাজার টাকা।