Bike Loan

Honda Hness CB350: মারকাটারি লুকসে ফিদা হবেন আপনিও! ফাটাফাটি বাইক সহ বাজারে হোন্ডা

Aindrila Dhani

Published on:

honda-hness-cb350-bike-launched-2024

KTM-কে টক্কর দিতে Honda নিয়ে এসেছে নতুন বাইক। এতে পেয়ে যাবেন আধুনিক ফিচার আর দুর্দান্ত মাইলেজ। এই বাইকে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। যাঁরা নতুন বাইক কেনার প্ল্যান করছেন, এই মডেলটি সম্পর্কে ভেবে দেখতে পারেন।

   

Honda বাজারে আনতে চলেছে নতুন বাইক Hness CB350। এতে একাধিক আধুনিক ফিচার রয়েছে। এটি প্রতি লিটারে 45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। Honda বিগত কয়েক দশক ধরে ভারতে ব্যবসা করছে। তাই এই কোম্পানির বাইকের কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই।

Honda Hness CB350 বাইকের ফিচার্স

সবার প্রথমেই আমরা Honda Hness CB350-এর ফিচার্স সম্পর্কে কথা বলব। এই দুর্দান্ত বাইকে আপনারা স্মার্ট ফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম, মাইলেজ ইন্ডিকেটর, ট্র্যাকশন কন্ট্রোল, এমার্জেন্সি স্টপ সহ বেশ কিছু ফিচার। এর পাশাপাশি সুরক্ষার জন্য পেয়ে যাবেন ডবল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এই বাইকে শক্তিশালী ইঞ্জিনের সাথে রয়েছে এসিস্ট ও স্লিপার ক্লাচ।

Honda Hness CB350 বাইকের ইঞ্জিন ও মাইলেজ

এই বাইকে 348.36cc-র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনের সাথে আপনারা 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন পেয়ে যাবেন‌। বর্তমানে বাইকের ইঞ্জিনের পাশাপাশি তার মাইলেজ ভীষণ গুরুত্বপূর্ণ। যে হারে জ্বালানি তেলের দাম বেড়েছে তা দেখে বেশি মাইলেজের বাইক কেনার দিকেই গ্রাহকরা ঝুঁকেছেন। Honda Hness CB350 প্রতি লিটারে 45 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে‌।

Honda Hness CB350 বাইকের দাম

ভারতীয় বাজারে Honda Hness CB350-এর এক্স শোরুম দাম শুরু হবে 2.10 লাখ টাকা থেকে। 2024-এর সবথেকে আকর্ষণীয় মডেল হতে চলেছে এটি। দুর্দান্ত মাইলেজের পাশাপাশি এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন‌। এছাড়া এই মডেলে পেয়ে যাবেন আধুনিক ফিচার্স।