Bike Loan

Honda Goldwing 2024: এবার বাইকেও মিলবে এয়ার ব্যাগ! মারকাটারি লুক সহ দুরন্ত ফিচার, রাস্তায় নামালে তাকাবে সবাই ঘাড় ঘুরিয়ে

Aindrila Dhani

Published on:

honda-goldwing-2024-price-specification

বাইক চালাতে কে না পছন্দ করে? কিন্তু যেকোনো বাইক চালানোর আগেই সবার প্রথমে জরুরী হল সুরক্ষা। বাইক চালানোর সময় প্রয়োজনীয় সেফটি ফিচারের ব্যবহার ভীষণ দরকার। এবার Honda তাদের বাইকে নিয়ে এসেছে নতুন প্রযুক্তি। যা সুরক্ষিত রাখবে বাইক চালকদের। জেনে নিন বিস্তারিত।

Honda খুব শীঘ্রই নতুন বাইক লঞ্চ করতে চলেছে। এতে গাড়ির মতো এয়ার ব্যাগ থাকবে। Honda Goldwing 2024-এ পেয়ে যাবেন শক্তিশালী বাইক। এছাড়া থাকছে অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কার প্লে-র মতো আনন্দদায়ক ফিচার্স। এছাড়া 3টি আলাদা আলাদা স্টোরেজ বক্স পেয়ে যাবেন। ফলে Honda Goldwing 2024-এ প্রচুর জিনিস রাখতে পারবেন।

   

Honda Goldwing 2024-এর ইঞ্জিন

এই দুর্দান্ত বাইকে 1883cc-র লিকুইড কুল্ড, 4 স্ট্রোক, 24 ভালভ, SOHC ফ্ল্যাট 6 ইঞ্জিন পেয়ে যাবেন। Honda Goldwing 2024-এর শক্তিশালী ইঞ্জিন 5,500 rpm-এ 93 Kw শক্তি ও 4,500 rpm-এ 170 Nm টর্ক উৎপাদন করবে। এই বাইকে 21.1 লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। ডিজাইন আর লুকের দিক থেকে আপনাদের মন জিতে নেবে Honda Goldwing 2024।

Honda Goldwing 2024-এর ফিচার্স

Honda Goldwing 2024-এর ফিচারের কথা বলতে গেলে, এতে 7 ইঞ্চির রঙিন TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। এর সাথেই রয়েছে ইলেকট্রিক উইন্ডোশিল্ড, ব্লুটুথ কানেক্টিভিটি আর সম্পূর্ণ LED লাইটিং সিস্টেম। এই বাইকে অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কার প্লে সাপোর্ট করে। Honda Goldwing 2024-এ 4 স্পিকার, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, একটি এয়ার ব্যাগ আর দুটি USB টাইপ C পোর্ট পেয়ে যাবেন।

Honda Goldwing 2024-এর সিটের নিচে ফিউল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। আর পিছন দিকে বসার জন্য আরামদায়ক ক্যাপ্টেন সিট ও 3টি আলাদা আলাদা স্টোরেজ বক্স রয়েছে। সুরক্ষার জন্য Honda Goldwing 2024-এ এয়ার ব্যাগ যুক্ত করা হয়েছে। যা বাইকের চালককে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করবে।

Honda Goldwing 2024-এর দাম

দামের কথা বলতে গেলে, Honda Goldwing 2024-এর এক্স শোরুম দাম 44.51 লাখ টাকা থেকে শুরু হয়েছে।