Bike Loan

Honda এর ধামাকা এন্ট্রি! নিয়ে এলো ইলেকট্রিক স্কুটার Honda EM1, মাইলেজ আর ফিচারস দেখে চোখ উঠবে কপালে

Aindrila Dhani

Published on:

Honda EM1

Honda EM1 : এখন ইলেকট্রিক স্কুটার এর বাজার রমরমা। Ola, TVS ও Hero র মতো কোম্পানি হলে ইতিমধ্যে ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এবার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে Honda। Honda -র বেশ কিছু স্কুটার ও বাইক ভারতীয় বাজারে জনপ্রিয়তা পেয়েছে। কোম্পানি সম্প্রতি Honda EM1 লঞ্চ করেছে। দুর্দান্ত মাইলেজ আর বাজেট ফ্রেন্ডলি দামে আপনারা এই স্কুটারটি কিনতে পারবেন। জেনে নিন বিস্তারিত।

   

জ্বালানি তেলের উর্ধ্বমুখী দামের কারণে এখন বেশিরভাগ মানুষই ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকেছে। Honda EM1 ইলেকট্রিক স্কুটার দারুণ মাইলেজ দিয়ে থাকে। একবার সম্পূর্ণ চার্জ দিলে প্রতি ঘন্টায় 48 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম এই ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারের সর্বোচ্চ গতি বেগ প্রতি ঘন্টায় 45 কিলোমিটার। এতে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। ইলেকট্রিক স্কুটারে অনেক সময় চার্জের সমস্যা দেখা দেয়। এই কারণে Honda EM1 -এ ইন্টারচেঞ্জেবল ব্যাটারি নেটওয়ার্কের সুবিধা দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক স্কুটার এর স্কুটারের ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাবেন 270W AC চার্জার। এই চার্জারের সাহায্যে আপনারা মাত্র 6 ঘন্টায় স্কুটার চার্জ করতে পারবেন।

আরো পড়ুন: বাইক কে হার মানাবে Honda এর এই স্কুটার! Yamaha ও Bajaj কে টেক্কা দিতে আসছে Honda এর নতুন স্কুটার, আবার মাইলেজও সেরা

Honda EM1 ইলেকট্রিক স্কুটারে 1.7 hub mounted মোটর রয়েছে। এছাড়া 29.4Ah lithium-ion ব্যাটারি রয়েছে। একবার সম্পূর্ণ চার্জে 48 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই স্কুটার। এটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 45 কিলোমিটার। এই স্কুটারের সামনে রয়েছে ডিস্ক ব্রেক আর পিছনে রয়েছে ড্রাম ব্রেক। এছাড়া সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক আর পিছনে রয়েছে টুইন শক এবজর্ভার। Honda EM1 ইলেকট্রিক স্কুটারের সামনে 90/90-12 আর পিছনে 100/90-10 টায়ার। এই স্কুটারের ওজন 82 কিলোমিটার। এতে রয়েছে LED headlights, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, USB charging port ইত্যাদি। Honda EM1 মডেলের আনুমানিক দাম 70 হাজার টাকা থেকে 80 হাজার টাকার মধ্যে।