Bike Loan

Honda E MTB: জলের দরে হোন্ডার ই-সাইকেল! দাম মাত্র 15 হাজার, রেঞ্জ 120 কিমি

Aindrila Dhani

Published on:

honda-e-mtb-price

এখন ইলেকট্রিক যানবাহনের ট্রেন্ড চলছে। এর ফলে সাধারণ মানুষের যেমন জ্বালানি তেলের পিছনে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে না, ঠিক তেমনভাবেই কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস পাচ্ছে। এখন ইলেকট্রিক ফোর হুইলার, ইলেকট্রিক বাইক ও ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক সাইকেলের চাহিদাও বেড়েছে। ইতিমধ্যে বেশকিছু কোম্পানি ইলেকট্রিক সাইকেল ভারতীয় বাজারে লঞ্চ করেছে। এবার বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি Honda নিয়ে এসেছে নতুন ইলেকট্রিক সাইকেল। জেনে নিন বিস্তারিত।

Honda খুব শীঘ্রই ভারতীয় মার্কেটে নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করবে। এই মডেলটির নাম Honda E MTB। এই মডেলে শক্তিশালী মোটর, বড় ব্যাটারি প্যাক ও আধুনিক ফিচার্স যুক্ত করা হয়েছে।

Honda E MTB ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি

Honda তার Honda E MTB ইলেকট্রিক সাইকেলে 0.5 কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেছে। এটি সম্পূর্ণ চার্জ হলে 120 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

Honda E MTB ইলেকট্রিক সাইকেলের মোটর

বড় ব্যাটারি প্যাকের পাশাপাশি Honda E MTB ইলেকট্রিক সাইকেলে শক্তিশালী মোটর রয়েছে। এই ইলেকট্রিক সাইকেলে 580 ওয়াটের BLCD টেকনোলজির মাউন্টেন মোটর রয়েছে। যার সাহায্যে Honda E MTV প্রতি ঘন্টায় সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Honda E MTB ইলেকট্রিক সাইকেলের ফিচার্স

এই মডেলে বেশকিছু আধুনিক ফিচারের ব্যবহার করেছে কোম্পানি। যেমন -‌ USB চার্জিং সাপোর্ট, দুর্দান্ত ব্রেকিং সিস্টেম, ফাস্ট চার্জার রিফ্লেক্টর, হেডলাইট ও 6 টি রাইডিং মোড।

Honda E MTB ইলেকট্রিক সাইকেলের দাম

ভারতীয় বাজারে সম্প্রতি Honda E MTB ইলেকট্রিক সাইকেল লঞ্চ হয়েছে। এর দাম খুবই কম রাখার চেষ্টা করেছে কোম্পানি। ভারতে আপনারা মাত্র 15 হাজার টাকায় এই ইলেকট্রিক সাইকেল পেয়ে যাবেন।