Honda Dream Neo Self Drum: বর্তমান সময়ে অফিসে যাতায়াতের জন্য বাইক প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। অফিসে যাতায়াতের ক্ষেত্রেই নয় বিভিন্ন ডেলিভারির কাজেও বাইক লাগে। কিন্তু এই মূল্য বৃদ্ধির বাজারে নতুন বাইক কেনা বহু মানুষের পক্ষে অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের এমন একটি অপারেশন সম্পর্কে বলব যার ফলে আপনারা খুব অল্প খরচে বাইক কিনতে পারবেন।
আমরা কথা বলছি, Honda Dream Neo Self Drum-এর সম্পর্কে। এই বাইকটি সস্তায় ভালো মাইলেজ দেবে আপনাদের। এখন পেট্রোলের যা দাম এই বাইক কিনলে বেশ ভালো টাকাই হবে আপনাদের। প্রতি লিটার পেট্রোলে 74 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া এই বাইকে প্রয়োজনীয় ফিচারের ব্যবস্থা রেখেছে কোম্পানি। মাত্র 30 হাজার টাকা খরচ করলেই Honda Dream Neo Self Drum কিনতে পারবেন। এত অল্প দাম হওয়ার জন্য ফাইন্যান্স প্ল্যানের কোনও সুবিধা নেই।
Honda Dream Neo Self Drum: মাইলেজ
কোম্পানি এই বাইকে 109.19সিসির শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে। যা 8.42 পিএস শক্তি ও 9.09 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। Honda Dream Neo Self Drum বেশ ভালো মাইলেজ দিতে পারে। দীর্ঘ মাইলেজের কারনে পেট্রোলের পিছনে বেশ খানিকটা টাকা সাশ্রয় করতে পারবেন। এই বাইক প্রতি লিটারে 74 কিলোমিটার মাইলেজ দেয়।
Honda Dream Neo Self Drum: সাসপেনশন
এই বাইকে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও 5 স্টেপ স্প্রিং লোডেড রেয়ার সাসপেনশন রয়েছে। এর পাশাপাশি সুরক্ষার জন্য কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ও ড্রাম ব্রেকের সুবিধা দিয়েছে কোম্পানি। Honda Dream Neo Self Drum-এ অ্যানালগ স্পিডোমিটর, অ্যানালগ ওডোমিটার, ফিউল গেজ, অ্যানালগ ট্যাকোমিটার, লো ফিউল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর ইত্যাদি রয়েছে।
Honda Dream Neo Self Drum : দাম
এই বাইকটির দাম 60 হাজার টাকার আশেপাশে। তবে মাত্র 30 হাজার টাকা খরচ করলেই Honda Dream Neo Self Drum কিনতে পারবেন।
কীভাবে Honda Dream Neo Self Drum কিনবেন?
Bikedekho ওয়েবসাইটে Honda Dream Neo Self Drum-এর 2013 সালের পুরনো মডেল বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। মডেলটি 19 হাজার 547 কিলোমিটার চালানো হয়েছে। মালিক 30 হাজার টাকায় বিক্রি করতে চাইছেন।