Bike Loan

Honda Dio: কমে গেল দাম বেড়ে গেলে চাহিদা! প্রতি লিটারে 50 কিমি ছুটবে, দাম মাত্র 25 হাজার

Aindrila Dhani

Published on:

honda-dio-second-hand-scooty-price

ভারতে স্কুটারের চাহিদা চোখে পড়ার মতো। আপনি যদি নতুন স্কুটার কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার কাজে লাগতে পারে। এই প্রতিবেদনে আমরা বাজেট ফ্রেন্ডলি একটি মডেলের কথা আপনাদের বলব। এবার আপনারা খুব কম দামে পেয়ে যাবেন Honda Dio। এটি গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়।

Honda পুরনো একটি কোম্পানি। এই কোম্পানির বাইক থেকে স্কুটার সবই ভারতীয় রাস্তায় চলাচল করে। বছরের পর বছর ধরে এই কোম্পানির মডেলের চাহিদা বাড়ছে বৈ কমছে না। এবার বাজারে চলে এসেছে Honda Dio। এই জনপ্রিয় মডেলটি আপনারা সস্তায় পেয়ে যাবেন। এতে রয়েছে BS6 ইঞ্জিন। এটি প্রতি লিটারে 47 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। এছাড়া এতে রয়েছে LED ল্যাম্প সহ বেশ কিছু সুবিধা। জেনে নিন বিস্তারিত।

Honda Dio: ডিজাইন ও রাইডিং

এই মডেলের বিশেষত্ব হল এর স্টাইলিশ লুক। এই স্কুটারের স্পোর্টি ডিজাইন আর আকর্ষণীয় হেডলাইট এর লুককে আরও বেশি ফুটিয়ে তুলেছে। এছাড়া এতে LED পজিশন ল্যাম্পের ব্যবহার করা হয়েছে। আপনারা Honda Dio-তে 9টি রঙের অপশন পেয়ে যাবেন। পাশাপাশি বসার জন্য চওড়া সিট আর লম্বা হুইলবেস দেওয়া হয়েছে। এতে আপনারা আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন।

Honda Dio: ইঞ্জিন ও পারফরম্যান্স

এই স্কুটারে আপনারা দুটি ইঞ্জিনের অপশন পেয়ে যাবেন‌। একটি হল 109.51cc আর অপরটি 125cc। 109.51cc-র ইঞ্জিন 7.75 bhp শক্তি ও 9.03 Nm টর্ক উৎপাদন করে। শহরের রাস্তায় চালানোর জন্য এটি উপযুক্ত। অপরদিকে 125cc-র ইঞ্জিন 6.09 kW শক্তি ও 10.4 Nm টর্ক উৎপাদন করে। যাঁরা দ্রুত গতি ও বেশি মাইলেজের মডেল চাইছেন তাঁদের জন্য এটি উপযুক্ত। এই দুটি ইঞ্জিনেই BS6 কমপ্লিয়েন্ট রয়েছে। যার ফলে এই স্কুটার তুলনামূলক কম দূষণ সৃষ্টি করবে‌।

Honda Dio-র 109.51cc-র ইঞ্জিন প্রতি লিটারে 50 কিলোমিটার মাইলেজ দেয়। অপরদিকে 125cc-র ইঞ্জিন প্রতি লিটারে 47 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। আপনারা এটি প্রতিদিন ব্যবহার করতে পারবেন‌।

Honda Dio: ফিচার্স

এই স্কুটারে অত্যাধুনিক ফিচারের ব্যবহার করা হয়েছে। এতে আপনারা ফুল ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট প্যানেল পেয়ে যাবেন। এই ডিসপ্লেতে স্পিড, ফুয়েল লেভেল আর ট্রিপ মিটারের মতো প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন। এছাড়া রাতের অন্ধকারে ড্রাইভ করার জন্য Honda Dio-তে LED হেডলাইট দেওয়া হয়েছে। এতে আপনারা অতিরিক্ত জিনিস রাখার জন্য আন্ডার সিট স্টোরেজ আর সহজে পেট্রোল ভরার জন্য এক্সটারনাল ফুয়েল লিড পেয়ে যাবেন।

Honda Dio: দাম

ভারতে এই স্কুটারের এক্স শোরুম দাম 74 হাজার 325 টাকা থেকে 81 হাজার 736 টাকার মধ্যে। তবে আপনারা মাত্র 25 হাজার টাকা এটি কিনতে পারবেন। Honda Dio-র 2011 সালের মডেল Quikr-এ বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এটি মাত্র 11 হাজার 500 কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। কন্ডিশন ভালই আছে। আপনারা চাইলে এই মডেলটি কিনতে পারেন। তবে কেনার আগে নিজেরা যাচাই করে নেবেন। আমাদের ওয়েবসাইট কোন কিছুর জন্য দায়ী থাকবে না‌।