ভারতীয় গাড়ির বাজারে অন্যতম একটি জনপ্রিয় নাম হল Honda। এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা তার মিনি মোটরসাইকেল, বাইক এবং গাড়ি সমস্ত কিছু দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি Honda তাদের মিনি মোটরসাইকেল Dax 125, 2024 টিকে আপডেট করেছে। নতুন নতুন বৈশিষ্ট্যকে সঙ্গে নিয়ে Honda Dax 125 Mini আরো আকর্ষণীয় রূপে বাজারে হাজির হয়েছে। নতুন পেইন্ট স্কিম এবং অনেকগুলি নতুন বৈশিষ্ট্য সংযুক্ত হওয়ায় গ্রাহকরা এই মিনি মোটর সাইকেলটির মধ্যে নতুনত্ব কি কি পাবেন জেনে নিন।
নতুন কালার স্কিমে আসছে Honda Dax 125 Mini
Honda Dax 125 mini বাইকটির নতুনত্ব যে বৈশিষ্ট্যটি প্রথমেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে সেটি হল এর উজ্জ্বল কালো রং। এই কালো রংটি এর আগে এই মিনি মোটর সাইকেলের মধ্যে দেখা যায়নি।
রয়েছে আকর্ষণীয় ফিচার
হোন্ডা রাইডারদের কাছে এই মিনি মোটর সাইকেলকে আকর্ষণীয় গড়ে তুলতে বেশ কিছু আনুষাঙ্গিক বৈশিষ্ট্য যোগ করেছে। এতে দেওয়া রয়েছে একটি ক্রোম রিয়ার ক্যারিয়ার। সঙ্গে আছে নরম স্যাডল ব্যাগ। একটি ইমোবিলাইজার এবং একটি হিট গ্রিপ রাইডাররা চাইলে এই বাইকের জন্য কিনে নিতে পারেন।
বাইকের পারফরম্যান্স
এই বাইকের পারফরম্যান্সকে আরো উন্নত করতে এতে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আপডেট করা হয়েছে। 2024 এর নতুন মডেলটিতে এখন একটি নতুন গিয়ার অবস্থান নির্দেশক সংযুক্ত করা হয়েছে এবং সেই সঙ্গে দেওয়া হয়েছে একটি ঘড়ি। এতে চার্জিং এর সুব্যবস্থার জন্য দেওয়া হয়েছে USB-C চার্জিং সকেট।
Super Cub, MSX125 ইত্যাদি স্কুটারে ব্যবহৃত হওয়া 124cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটি Honda Dax 125 mini বাইকটিতেও ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে 4 স্পীড গিয়ারবক্স। এই ইঞ্জিনটি 7500 rpm-এ 9.5bhp শক্তি উৎপন্ন করতে পারে। এই মোটর সাইকেলের পারফরম্যান্স আরো উন্নত করতে এতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক, সামনে এবং পিছনে 12 ইঞ্চি চাকা, এলইডি লাইট এবং এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
ভারতে লঞ্চের সময়সীমা
Honda Dax 125 mini বাইকটি ঠিক কবে ভারতের বাজারে লঞ্চ করা হবে সে সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলেনি নির্মাণকারী সংস্থা। Honda India তাদের Navi-কে নতুন ভাবে ভারতের বাজারে প্রকাশ করতে চেয়েছিল। যদিও ভারতে এটি ঠিকমতো গৃহীত হয়নি। তবে Navi-কে এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন বাজারে রপ্তানি করা হয়।