Bike Loan

Honda CG 150: টপ লুকে মেতেছে রাইডাররা! ছুটবে ঝড়ের গতিতে, মাইলেজ শুনলে হুশ উড়বে আপনারও

Aindrila Dhani

Published on:

honda-cg-150-bike

Honda CG 150: হোন্ডা মোটরস্ জাপানের বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি মূলত তার সাশ্রয়ী মূল্যের মোটরসাইকেলের জন্য বিখ্যাত। আপনাদের জানিয়ে রাখি, হোন্ডা খুব শীঘ্রই ইউনিক লুকের নতুন মোটরসাইকেল বাজারে আনতে চলেছে।

আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি Honda CG 150-র সম্পর্কে। এতে যেমন ইউনিক লুক দেখতে পাবেন, ঠিক তেমনভাবেই পেয়ে যাবেন শক্তিশালী ইঞ্জিন। এই মডেলে থাকছে এডভান্স ফিচারের সুবিধা। এতে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন। ক্ষতি ঘণ্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার বেগে ছুটতে পারে এটি।

   

Honda CG 150: ফিচার্স

সবার প্রথমে আমরা এই বাইকের ফিচার সম্বন্ধে কথা বলে নেব। Honda CG 150 বাজারে Baby CB350 নামে বিখ্যাত। সেক্ষেত্রে এই দুটি বাইকের ফিচারের তালিকায় বেশ কিছু মিল আপনারা দেখতে পাবেন। Honda CG 150-তে 17 ইঞ্চির বড় স্পোক অ্যালয় হুইল থাকবে। এছাড়া ডুয়েল শক এবজার্ভার, ডিজিটাল স্পিড মিটার, অটোমেটিক ব্রেকিং সিস্টেম, ডিস্ক ব্রেক আর টেলিস্কোপিক সাসপেনশন এই বাইকে পেয়ে যাবেন।

Honda CGX 15 : ইঞ্জিন

এই বাইকে আপনারা শক্তিশালী ইঞ্জিন দেখতে পাবেন। এতে 149 সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 12 বিএইচপি শক্তি উৎপাদন করতে পারে। এছাড়া এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। Honda CG 150 প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার বেগে ছুটতে পারে। প্রতি লিটার পেট্রোলে 78 কিলোমিটার মাইলেজ দেয় এটি।

Honda CG 150 : দাম

দামের কথা বলতে গেলে, Honda CGX 150 আপনারা কম দামে পেয়ে যাবেন। 2024 সালের সেপ্টেম্বরে এটি চীনা বাজারে লঞ্চ হওয়ার কথা। এর দাম পড়বে 1.7 লাখ ভারতীয় টাকা। এখনও পর্যন্ত ভারতের লঞ্চ হওয়ার কোনো খবর কোম্পানি দেয়নি।