Honda CBR500R: আপনি কি সুপার বাইক কিনতে চাইছেন? আপনার কি অ্যাডভেঞ্চারে যাওয়ার খুব শখ? এবার সুপার বাইক আর অ্যাডভেঞ্চারের সমস্ত গুন সহ বাজারে চলে এসেছে Honda CBR500R। এই বাইক খুব জোরে দৌড়াতে পারে। 2023 সালের তুলনায় এই বাইকে বেশ কিছু আপগ্রেড করা হয়েছে। কী কী ফিচার্স রয়েছে এতে? কত মাইলেজ দিতে পারে এই বাইক? Honda CBR500R-এর দাম কত?
Honda CBR500R-এ শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বাইক প্রতি লিটারে 35 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। এছাড়া এতে আধুনিক ফিচারের ব্যবহার করা হয়েছে। জেনে নিন বিস্তারিত।
Honda CBR500R: ইঞ্জিন ও পারফরম্যান্স
এই সুপার বাইকে 471cc-র লিকুইড কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 8,500 rpm-এ 46.9 bhp শক্তি ও 7,000 rpm-এ 43 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। এতে আপনারা আরামদায়ক রাইডিং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। Honda CBR500R বাস্তব জগতে প্রতি লিটারে 25 কিলোমিটার থেকে 35 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। আর গিয়ার শিফটিংয়ের মাধ্যমে এই বাইক প্রতি লিটারে মোটামুটি 30 কিলোমিটার থেকে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে। তবে দ্রুত গতিতে ছুটলে এই মডেল প্রতি লিটারে 25 কিলোমিটার মতো মাইলেজ দিতে সক্ষম হয়।
Honda CBR500R বাইকের ফিচার্স
Honda CBR500R-এ আধুনিক ফিচার্স রয়েছে। এতে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে আপনারা স্পিড, ফুয়েল লেভেল, ট্রিপমিটার ও RPM-এর মতো তথ্য জানতে পারবেন। এছাড়া সুরক্ষার জন্য এই বাইকে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে।
Honda CBR500R বাইকের দাম
Honda CBR500R-র সঠিক দাম এখনও জানানো হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী, এই বাইকের এক্স শোরুম দাম 4.45 লাখ টাকা থেকে 4.99 লাখ টাকার মধ্যে হতে পারে। এটি কেবলমাত্র একটি বাড়ি লঞ্চ হবে। তবে এই বাইকে আপনারা দুটি রংয়ের অপশন পেয়ে যাবেন।