Bike Loan

Honda CBR 250: আগুন লুকে হোন্ডার বাইক! নেই EMI-এর টেনশন, আজই ঘরে তুলুন মাত্র 82,000 টাকায়

Aindrila Dhani

Published on:

Honda CBR 250

Honda CBR 250: Honda ভারতের একটি জনপ্রিয় কোম্পানি। এই কোম্পানির বাইক গ্রাহকদের বেশ পছন্দের। Honda CBR 250 মাইলেজ ও ডিজাইনের দিক থেকে দুর্দান্ত একটি মডেল। আপনি যদি এই মডেলটি কিনতে চান তাহলে নিয়ে নিতে পারেন। কারণ মাত্র 82 হাজার টাকায় এটি উপলব্ধ রয়েছে।

Honda CBR 250-র ডিজাইন বেশ আকর্ষণীয় ও স্পোর্টি। ফুল ফেয়ার্ড বডি, মাস্কুলার ফিউল ট্যাঙ্ক আর শার্প হেডলাইট সব মিলিয়ে এই বাইকের লুক আরও বেশি নজরকাড়া করে তুলেছে। এই বাইকের সেমি ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টারে আপনারা প্রয়োজনীয় তথ্যাদি জানতে পারবেন।

Honda CBR 250: ইঞ্জিন

এই বাইকে 249.6cc-র লিকুইড কুল্ড, 4 স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 8,500 rpm-এ 26.8 Ps শক্তি ও 7,500 rpm-এ 22.9 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। মাত্র 4 সেকেন্ডে 0-60 কিলোমিটার/ ঘণ্টা গতি তুলতে পারে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার বেগে ছুটতে পারে Honda CBR 250।

Honda CBR 250: মাইলেজ

Honda CBR 250 প্রতি লিটারে 30 কিলোমিটার থেকে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Honda CBR 250: ফিচার্স

Honda CBR 250-তে টিউবলেস টায়ারের ব্যবহার করা হয়েছে। এছাড়া সুরক্ষার জন্য এই বাইকে‌র দুদিকেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন।

Honda CBR 250: ফিচার্স

Honda CBR 250 এবার খুব কম দামে পেয়ে যাবেন। এই বাইকের 2015 সালের মডেল বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। এটি Olx-এ পেয়ে যাবেন। মাত্র 8 হাজার কিলোমিটার ড্রাইভ করা হয়েছে এটি। মালিক এই মডেলটির দাম 82 হাজার টাকা নির্ধারণ করেছেন। কন্ডিশন ঠিকঠাক আছে।