Bike Loan

Honda CBF Self Disc Alloy: স্মার্টফোনের দামে কিনুন হন্ডার বাইক! স্পোর্টি লুকের প্রিমিয়াম বাইক, পূরণ হবে গরিবের স্বপ্ন

Avatar

Published on:

honda-cbf-self-disc-alloy

Honda CBF Self Disc Alloy : এখন সেকেন্ড হ্যান্ড জিনিসের মার্কেট অনেক বড় হয়ে গেছে। আসলে ভারতে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত শ্রেণীর। তাই অনেক সময় নিজের শখ পূরণ করতে সাহায্য নিতে হয় সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের। নিজের বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির বাইক কিনতে চাইলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়বেন।

এই প্রতিবেদনে আমরা কথা বলব Honda CBF Self Disc Alloy-এর সম্পর্কে। আপনি যদি নতুন বাইক কেনার প্ল্যান করে থাকেন তাহলে এই মডেলটির সম্পর্কে একবার বিবেচনা করে দেখতে পারেন। খুব কম দামে বাড়ি আনতে পারবেন এটি। আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আজকের অফারটি লুফে নিন।

   

Honda CBF Self Disc Alloy: ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকে কোম্পানি 124.7 সিসির শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে। যা 11 পিএস শক্তি ও 11 এনএম টর্ক উৎপাদন করতে পারে। আর মাইলেজের কথা বলতে গেলে, Honda CBF Self Disc Alloy প্রতি লিটার পেট্রোলে 60 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। আপনাদের সুরক্ষার জন্য কোম্পানি সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে।

Honda CBF Self Disc Alloy: বেস্ট ডিল

এখন অনেকেই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনছেন। বিশেষ করে স্মার্টফোন, বাইক আর স্কুটার প্রায়শই সেকেন্ড হ্যান্ড বিক্রি হয়। এর ফলে যেমন অনেক টাকা বাঁচানো যায় তেমনই নিজের শখ অল্প খরচেই পূরণ করা যায়। সেকেন্ড হ্যান্ড মার্কেটের জন্য অনেক ছাত্রছাত্রী নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে। Honda CBF Self Disc Alloy আপনারা মাত্র 25 হাজার টাকা খরচ করে কিনতে পারবেন। এই বাইকটির 2009 সালের মডেল বাইক দেখো ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। মডেলটি 40 হাজার কিলোমিটার চালানো হয়েছে। এটি জয়পুরে কিনতে পারবেন। বাইকটি কেনার আগে নিজেরা অবশ্যই দেখে নেবেন। আমাদের ওয়েবসাইট কোন কিছুর জন্য দায়ী থাকবে না।