Bike Loan

Honda CB350RS: চোখধাঁধানো লুকে হোন্ডার নতুন বাইক! ঝক্কাস ফিচারে মগ্ধ করবে আট থেকে আশি সবাইকে

Aindrila Dhani

Published on:

honda-cb350rs-bike-price

Honda CB350RS 2020-র অক্টোবরে প্রডিউস করা শুরু হয়েছিল। এরপর 2023-এর জানুয়ারিতে এই বাইকের পিছনদিকের ব্রেক লাইট সুইচ আর ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সরে কিছু সমস্যা হওয়ার কারণে প্রডিউস বন্ধ করে দেওয়া হয়। তার পরিবর্তে ফ্রি রিপ্লেসমেন্ট অফার করেছিল কোম্পানি। এবার নতুনভাবে আসতে চলেছে Honda CB350RS।

   

Honda বিখ্যাত একটি টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির অন্যতম বাইক হল- Honda CB350RS। এটি প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এই বাইকের ওজন 179 কেজি। এর সিটের উচ্চতা 800 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 168 মিলিমিটার। Honda CB350RS-এর দৈর্ঘ্য 2171 মিলিমিটার, প্রস্থ 804 মিলিমিটার আর উচ্চতা 1097 মিলিমিটার। এছাড়া এই বাইকের হুইলবেস 1441 মিলিমিটার।

Honda CB350RS বাইকের মাইলেজ

এই বাইকে 348.36cc-র এয়ার কুল্ড, ফিউল ইনজেক্টেড, সিঙ্গেল সিলিন্ডার, BS6 ফেজ 2 পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 5,500 rpm-এ 20.78 bhp শক্তি আছে 3,000 rpm-এ 30 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এই বাইকে 15 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি ও 3 লিটারের রিজার্ভ ফিউল ক্যাপাসিটি রয়েছে।

Honda CB350RS প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এর রাইডিং রেঞ্জ 525 কিলোমিটার। এই বাইক প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে ছুটতে পারে। এর কম্প্রেশন রেশিও 9.5:1। এতে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ রয়েছে।

Honda CB350RS: সাসপেনশন ও ব্রেক

Honda CB350RS-এ টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও টুইন হাইড্রোলিক রেয়ার সাসপেনশন রয়েছে। সুরক্ষার জন্য ABS ব্যবহার করা হয়েছে। এই বাইকের সামনে 310 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। Honda CB350RS-এর সামনে 19 ইঞ্চির অ্যালয় হুইল আর পিছনে 17 ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এতে টিউবলেস টায়ারের ব্যবহার করেছে কোম্পানি।

Honda CB350RS বাইকের ফিচার্স

এই বাইকে সেমি ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল ব্যবহার করা হয়েছে। এতে ডিজিটাল ওডোমিটার, অ্যানালগ স্পিডোমিটর, ডিজিটাল ফিউল গেজ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, কল ও মেসেজ নোটিফিকেশন, স্ট্যান্ড অ্যালার্ম, ডিজিটাল ট্রিপমিটার, গিয়ার ইন্ডিকেটর, লো ফিউল ইন্ডিকেটর, লো ব্যাটারি ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, ক্লক, সার্ভিস রিমাইন্ডার ইন্ডিকেটরের সুবিধা পেয়ে যাবেন।

এছাড়া Honda CB350RS-এ মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, AHO, LED হেডলাইট, LED টেইল লাইট, LED টার্ন সিগন্যাল, পাস লাইট, নেভিগেশন, GPS, ইলেকট্রিক স্টার্টের মতো ফিচার রয়েছে।

Honda CB350RS বাইকের দাম

Honda CB350RS-এর চারটি ভ্যারিয়েন্ট। এর অন রোড দাম 2 লাখ 50 হাজার 276 টাকা থেকে 2 লাখ 55 হাজার 317‌ টাকার মধ্যে।

কীভাবে 12 হাজার টাকায় Honda CB350RS কিনবেন?

আপনি 12 হাজার 513 টাকা ডাউন পেমেন্ট করে এই বাইকটি বাড়ি আনতে পারবেন। সেক্ষেত্রে 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 8 হাজার 586 টাকা করে EMI জমা করতে হবে।