Bike Loan

Honda CB350RS: বাইকের রাজা হোন্ডার এই মডেলে ফিদা যুবকরা! দৌড়বে চাবুক গতিতে, পাশ দিয়ে গেলে তাকাবে সবাই ঘাড় ঘুড়িয়ে

Aindrila Dhani

Updated on:

honda-cb350rs-bike-2024

Honda CB350RS: বাইক প্রেমীদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এই তালিকায় যদি আপনার নাম থেকে থাকে, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য কার্যকরী হতে চলেছে। কারণ এই প্রতিবেদনে আমরা হন্ডার একটি দুর্দান্ত বাইকের সম্বন্ধে কথা বলব।

সামনেই পুজো। পুজোতেই সারারাত বাইকে ঘোরার মজাই আলাদা। আপনি যদি নতুন বাইক কেনার প্ল্যান করে থাকেন তাহলে Honda CB350RS কিনতে পারেন। এতে আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া সুরক্ষার দিকেও সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি। আপনাদের সুবিধার্থে এন্টি লক ব্রেকিং সিস্টেমের ব্যবহার করা হয়েছে। রাতে বাইক চালাতে যাতে অসুবিধা না হয় সেই কারণে এলইডি লাইটিং-এর সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে।

   

Honda CB350RS: ফিচার্স

এই বাইকে আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে গোলাকার এলইডি হেড ল্যাম্প, এলইডি উইঙ্কার্স, এলইডি টেইল ল্যাম্প, এলইডি ডিআরএল ইত্যাদি রয়েছে। এই বাইকে আপনারা স্মার্ট ফোন ভয়েজ কন্ট্রোল, ডুয়াল চ্যানেল এন্টি লক ব্রেকিং সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্লিপার ক্লাচ ইত্যাদি পেয়ে যাবেন।

Honda CB350RS: ইঞ্জিন

কোম্পানি এই বাইকে 348.36 সিসি-র এয়ার কুল্ড, 4 স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ব্যবহার করেছে। এই ইঞ্জিন 30 বিএইচপি শক্তি ও 36 এনএম টর্ক উৎপাদন করতে পারে। Honda CB350RS-এর ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। এই বাইক প্রতি লিটার পেট্রোলে 43 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Honda CB350RS: দাম

ভারতীয় বাজারে এই বাইকটির এক্স শোরুম দাম 2 লাখ 16 হাজার 356 টাকা থেকে শুরু হয়েছে।