Bike Loan

60’s-এর কিং Honda CB350! ফের বাজার কাঁপাবে নজরকাড়া লুকে

Aindrila Dhani

Published on:

honda-cb350-performance

1964 সালে লঞ্চ হয়েছিল বিখ্যাত বাইক Honda CB350। এই ভার্সাটাইল মোটরসাইকেল ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন বাজারে খ্যাতি অর্জন করেছে। আজ এই বাইক গ্রাহকদের কাছে প্রিয় মডেল হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা, ইউরোপ সহ ভারতীয় বাজারে Honda CB350 জনপ্রিয়তা লাভ করেছে। আজকের প্রতিবেদনে আমরা এই বিখ্যাত বাইকের সম্বন্ধেই কথা বলব।

Honda CB350: ডিজাইন ও পারফরম্যান্স

1960-এর দশকের মাঝামাঝি সময়ে মোটরসাইকেল মার্কেটে পরিবর্তন ঘটাতে লঞ্চ হয়েছিল Honda CB350। বাইকের দুনিয়ায় ইলেকট্রিক স্টার্টের সাথে গ্রাহকদের প্রথম ষ পরিচয় ঘটিয়েছিল এই মডেল। সেই সময় এই ফিচার সম্বন্ধে কারোরই জানা ছিল না। এই বাইকে 347cc-র এয়ার কুল্ড, 4 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা স্মুথ ও আরামদায়ক রাইডিং উপভোগ করতে সাহায্য করে।

Honda CB350: পরিবর্তন

প্রথম Honda CB350 দুই দশকের বেশি সময় ধরে প্রডিউস করা হয়েছিল। বছরের পর বছর ধরে একাধিক পরিবর্তন আনা হয়েছে এই মডেলে। এই সিরিজে যুক্ত হয় Honda CB350K ও Honda CB350F।

Honda CB350: রাইডারদের পছন্দের অপর নাম

Honda CB350 স্বাধীনতার প্রতীক। এই বাইকের আরামদায়ক রাইডিং পজিশন, শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ফিচার্স একে শর্ট কমিউট ও লং জার্নি উভয়ের জন্যই গড়ে তুলেছে। নতুন রাইডার হোক বা এক্সপেরিয়েন্সড সকলের জন্যই উপযুক্ত এই বাইক।

Honda CB350: ফিচার্স

এই বাইকে ফুয়েল ইনজেকশন, ডিজিটাল অ্যানালগ ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, LED লাইটিং ইত্যাদি ফিচার রয়েছে। ক্লাসিক ডিজাইন ও মর্ডাণ টেকনোলজির মেলবন্ধন ঘটেছে Honda CB350 মডেলে।