Bike Loan

Honda CB350: বাইকের রাজা Honda-র নতুন বাইক, দুর্দান্ত লুক! চমক জাগানো ফিচার, মাইলেজ শুনলে কিনতে দৌড়বেন

Aindrila Dhani

Published on:

honda-cb350-bike-2024

Honda CB350: 1964 সালে লঞ্চ হয়েছিল বিখ্যাত বাইক Honda CB350। এই ভার্সাটাইল মোটরসাইকেল ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন বাজারে খ্যাতি অর্জন করেছে। আজ এই বাইক গ্রাহকদের কাছে প্রিয় মডেল হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা, ইউরোপ সহ ভারতীয় বাজারে Honda CB350 জনপ্রিয়তা লাভ করেছে। আজকের প্রতিবেদনে আমরা এই বিখ্যাত বাইকের সম্বন্ধেই কথা বলব।

সম্পূর্ণ নতুন লুকে চমক দেবে হোন্ডার এই বাইক। এর গোল হেডল্যাম্প, মোটা ফেন্ডর আর আকর্ষণীয় ক্রোম ফিনিশ আপনাদের এক দেখাতেই ভালো লাগবে। এই বাইক চালিয়ে আপনারা শহরের ভিড়ে রাইড করতে পারবেন আবার হাইওয়েতেও ঘুরতে যেতে পারবেন। এই বাইকে আরামদায়ক সিটের ব্যবস্থা করেছে কোম্পানি।

   

Honda CB350: ইঞ্জিন

এই বাইকের সিট ভীষণ আরামদায়ক। লম্বা সফরে যাওয়ার জন্য এই ধরনের সিট হলে অনেকটা সুবিধা হয়। এছাড়া বাইকটির সাসপেনশন বেশ ভালো। ছোট বড় গর্ত থাকলেও আপনাদের রাইড করতে অসুবিধা হবে না। এই বাইকে 350cc-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা ভাল পাওয়ার ও টর্ক জেনারেট করতে সক্ষম। শহরের ভিড় থেকে শুরু করে হাইওয়ের ফাঁকা রাস্তা সব জায়গায় এই বাইক চালাতে পারবেন আপনারা।

Honda CB350: সেফটি ফিচার

কোম্পানি এই বাইকের সুরক্ষার দিকে সম্পূর্ণ খেয়াল রেখেছে। এই বাইক রাইড করার সময় আপনাদের টেনশন করতে হবে না। কারণ এতে আপনারা ডুয়াল চ্যানেল ব্র্যাকের সুবিধা পেয়ে যাবেন। যার ফলে বাইকের চাকা লক হবে না। হঠাৎ করে বাইকে ব্রেক কষতে হলেও কন্ট্রোল হারানোর কোন ভয় থাকবে না। স্টাইল, কম্ফোর্ট আর পারফরম্যান্সের সম্পূর্ণ প্যাকেজ পেয়ে যাবেন Honda CB350-তে। আপনারা পারলে এই বাইকটি টেস্ট রাইডিং নিয়ে দেখতে পারেন।