Bike Loan

Honda CB300R: আগুন ছুটবে রাস্তায়, চোখ ধাঁধানো লুকে হণ্ডার নতুন বাইক! দেখতে দুর্দান্ত, ফিচারও ফাটাফাটি

Aindrila Dhani

Published on:

honda-cb300r-bike-2024

Honda CB300R: আপনি কি নতুন বাইক কেনার কথা ভাবছেন? তাহলে হোন্ডার এই মডেলটির সম্পর্কে জেনে রাখতে পারেন। স্টাইলিশ লুকের পাশাপাশি পেয়ে যাবেন শক্তিশালী ইঞ্জিন। এই বাইকে আধুনিক ফিচারের ব্যবহার করেছে কোম্পানি।

   

বর্তমান সময়ে বাইকের প্রতি যুবকদের ভালোবাসা যেন দ্রুত হারিয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কারণে বিভিন্ন ধরনের মডেল লঞ্চ হতে দেখা যায়। এমনকি আপডেটেড ভার্সনও বাজারে আসছে। হোন্ডা চলতি বছরের জন্য নিয়ে এসেছে Honda CB300R-এর আপডেটেড ভার্সন। এতে আপনারা আকর্ষণীয় ডিজাইন পেয়ে যাবেন। এছাড়া রাইডিং করতে বেশ মজা লাগবে।

Honda CB300R: আকর্ষণীয় ডিজাইন

এই বাইকে কোম্পানি আকর্ষণীয় ডিজাইন রেখেছে। এর স্পোর্টি লুক যুবকদের ভালো লাগবে। এর লুক আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য তীক্ষ্ণ হেডলাইট, স্টাইলিশ টেইল লাইট আর মাস্কুলার ফিউল ট্যাংক যুক্ত করা হয়েছে।

Honda CB300R: শক্তিশালী ইঞ্জিন

কোম্পানি এই বাইকে 286 সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করেছে। যা ভালো পাওয়ার ও টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিন আপনাদের দুর্দান্ত রাইটিং এক্সপেরিয়েন্স দেবে। শহর ও হাইওয়েতে চালানোর জন্য এটি একদম পারফেক্ট। আপনি যদি লম্বা সফরে যেতে পছন্দ করেন তাহলে নিঃসন্দেহে Honda CB300R সম্পর্কে বিবেচনা করে দেখতে পারেন।

Honda CB300R: আধুনিক ফিচার্স

বর্তমান সময়ে নিরিখে এই বাইকে আধুনিক ফিচারের ব্যবহার করেছে কোম্পানি। সুরক্ষার জন্য এতে এন্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। যার ফলে হঠাৎ করে ব্রেক কষতে হলেও চাকা লক হয়ে যাবে না। পাশাপাশি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এতে আপনি স্পিড, ট্রিপমিটার, ফিউল লেভেল, সময় ইত্যাদি দেখতে পাবেন।

Honda CB300R: দাম

আধুনিক ফিচার, আকর্ষণীয় লুক আর শক্তিশালী ইঞ্জিনের এই বাইক আপনার হতে পারে। 2024 সালে নতুন বাইক কিনতে চাইলে এটিকে বিকল্প হিসেবে ভাবতে পারেন। যদিও এর সঠিক দাম এখনও জানা যায়নি। বাজারে পেশ হওয়ার পর জানা যাবে।