Bike Loan

Honda CB300R: বুলেটের দিন শেষ, রাস্তায় দৌড়বে হোন্ডার সুপার বাইক! অবাক করবে বাইকের চেহারা

Aindrila Dhani

Published on:

honda-cb300r-2024

Honda CB300R: Honda একটি বিখ্যাত জাপানি মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ভারতে এই কোম্পানিটি সফলতার সাথে ব্যবসা করে চলেছে। বিভিন্ন ধরনের টু-হুইলার মডেল লঞ্চ করে এই কোম্পানি। স্কুটার থেকে শুরু করে সুপার বাইক সব ধরনের মডেল এই কোম্পানির মধ্যে পেয়ে যাবেন আপনারা। Honda ইতিমধ্যে বেশ কয়েকটি স্পোর্টস বাইক লঞ্চ করেছে। Honda -র বিখ্যাত কয়েকটি মডেল হল- CBR1000RR, CBR250R ও CBR650R ইত্যাদি। তবে এই তালিকায় নাম লেখাতে চলেছে CBR300R।

Honda CBR300R সুপার বাইকে আপনারা Honda CBR250R-র তুলনায় বড় ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবেন। তবে এই দুটি মডেলে একই ধরনের Chassis থাকবে। Honda CBR300R বাইকে টুইন হেডল্যাম্প সেট আপ দেওয়া হবে। এই হেডল্যাম্পের কারণে সুপার বাইকটি বেশ অ্যাগ্রেসিভ দেখতে লাগবে। নতুন ডিজাইনের ফেইরিং, টেইল সেকশন, স্প্লিট সিট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত করা হবে Honda CBR300R মডেলে। এটি আপনারা তিনটি আকর্ষণীয় রঙে পেয়ে যাবেন- সাদা, কালো আর লাল।

   

Honda CB300R: ফিচার্স

এই বাইকে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, আরামদায়ক সিট, টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ডিস্ক ব্রেক, স্মার্টফোন ভয়েস কন্ট্রোল, স্লিপার ক্লাচ, এলইডি উইঙ্কার্স, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি রয়েছে। এর পাশাপাশি চার্জিং পয়েন্ট, গোলাকার এলইডি হেডল্যাম্প, এলইডি টেইল ল্যাম্প, এলইডি ডিআরএল ও ডুয়াল চ্যানেল ABS দেওয়া হয়েছে।

Honda CB300R: ইঞ্জিন

এই বাইকে 286 সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার শক্তিশালী পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। যা 30 বিএইচপি শক্তি ও 36.8 এনএম টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। প্রতি লিটারে 53 কিলোমিটার মাইলেজ দিতে পারে Honda CB300R।

Honda CB300R: দাম

হোন্ডার এই শক্তিশালী বাইকটি আপনারা 2.77 লাখ টাকার প্রারম্ভিক এক্স শোরুম দামে কিনতে পারবেন।