Bike Loan

Honda CB300F: নামি দামি বাইকের খেল খতম! নজরকাড়া লুকে প্রেমে পড়েছে যুবকরা, মাসে 6 হাজারের কিস্তিতেই বাইক ঘরে

Aindrila Dhani

Published on:

honda-cb300f-emi-plan

Honda CB300F: Honda একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি সম্প্রতি 300cc সেগমেন্টে স্ট্রিট ফাইটার মডেল নিয়ে এসেছে। এতে সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম ও ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যাঁরা প্রিমিয়াম ডিজাইনের বাইক চাইছেন Honda CB300F তাঁদের জন্য উপযুক্ত। এই কমিউটার বাইকে খানিকটা স্পোর্টিনেস রয়েছে।

Honda CB300F-এর ওজন 153 কেজি। এই বাইকের সিটের উচ্চতা 789 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 177 মিলিমিটার। এর দৈর্ঘ্য 2084 মিলিমিটার, প্রস্থ 765 মিলিমিটার আর উচ্চতা 1075 মিলিমিটার। এছাড়া এই মডেলের হুইলবেস 1390 মিলিমিটার। হোন্ডার এই বাইকটিতে ডায়মন্ড চেসিস ব্যবহার করা হয়েছে। এতে আপনারা 3 বছর অথবা 42 হাজার কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন।

   

Honda CB300F: ইঞ্জিন

এই বাইকে 293.52cc-র অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ফিউল ইনজেকটেড, BS6 ফেজ 2, শক্তিশালী পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 7500 rpm-এ 24.13 bhp শক্তি ও 5500 rpm-এ 25.6 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত রয়েছে।

Honda CB300F: মাইলেজ

এই বাইকে 14.1 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। এছাড়া 2.8 লিটারের রিজার্ভ ফিউল ক্যাপাসিটি রয়েছে। Honda CB300F প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এর রাইডিং রেঞ্জ 493.5 কিলোমিটার। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 155 কিলোমিটার বেগে ছুটতে পারে এই বাইক।‌

Honda CB300F: সেফ্টি ফিচার্স

Honda CB300F-এর সামনে ও পিছনে যথাক্রমে টেলিস্কোপিক (USD) ফোর্ক ও মনোশক সাসপেনশন রয়েছে। এছাড়া সুরক্ষার জন্য সামনে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকে 17 ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। এছাড়া টিউবলেস টায়ার রয়েছে।

Honda CB300F: আধুনিক ফিচার্স

এই স্ট্রিট ফাইটার মডেলে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ট্যাকোমিটার রয়েছে। এর পাশাপাশি ডিজিটাল ফিউল গেজ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, অ্যাভারেজ স্পিড ইন্ডিকেটর, কল ও মেসেজ অ্যালার্ট, স্ট্যান্ড অ্যালার্ম, গিয়ার ইন্ডিকেটর, লো ফিউল ইন্ডিকেটর, লো ব্যাটারি ইন্ডিকেটর, ক্লক, সার্ভিস রিমাইন্ডার ইন্ডিকেটরের মতো বেশকিছু আধুনিক ফিচার রয়েছে।

Honda CB300F: লাইটিং

এই বাইকে LED DRL, LED হেডলাইট, LED টেইল লাইট, পাস লাইট, LED টার্ন সিগন্যাল, USB চার্জিং পোর্ট ইত্যাদি রয়েছে।

Honda CB300F: দাম

ভারতে Honda CB300F-এর অন রোড দাম 2 লাখ 1 হাজার 670 টাকা। তবে আপনারা ফাইন্যান্স প্ল্যানের মাধ্যমে এটি কিনতে পারবেন।

কীভাবে 10,083 টাকায় Honda CB300F কিনবেন?

আপনি যদি 10 হাজার 83 টাকা ডাউন পেমেন্ট করেন, তাহলে 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 6 হাজার 918 টাকা করে কিস্তি জমা করতে হবে।